ভিডিও

বেইলি রোডের অগ্নিকাণ্ডে দুই বুয়েট শিক্ষার্থীর মৃত্যু 

প্রকাশিত: মার্চ ০১, ২০২৪, ১১:২৩ দুপুর
আপডেট: মার্চ ০১, ২০২৪, ০৪:০৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

রাজধানীর বেইলি রোডে অগ্নিকান্ডের ঘটনায় বুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলেন- নাহিয়ান আমিন ও লামিশা ইসলাম। আজ শুক্রবার (০১ মার্চ) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। 

নাহিয়ান আমিন বিশ্ববিদ্যালয়টির ইইই বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী।


আর লামিশা ইসলাম একই ব্যাচের মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী। নাহিয়ানের বাড়ি বরিশালে বলে জানা গেছে।


গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এতে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে।


এতে গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আটকা পড়া অনেককে নামিয়ে আনেন। কিন্তু ছয় তলা ভবনে আটকে পড়া বেশিরভাগ লোকজন মারা যান। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS