ভিডিও

ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ করে দিলো আন্দোলনরত শিক্ষার্থীরা

প্রকাশিত: জুলাই ০৮, ২০২৪, ০৭:১৭ বিকাল
আপডেট: জুলাই ০৯, ২০২৪, ১১:৪৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ করে দিলো শিক্ষার্থীরা। আজ সন্ধ্যায় কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ রাজধানীর কারওয়ানবাজার এফডিসি মোড় সিগন্যালে রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি যিনি এর আগেও রেলের বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন করেন।

দায়িত্বরত গেট কিপার মিনারুল ইসলাম করতোয়াকে বলেন, এই জায়গায় আটকে দেওয়ার ফলে ঢাকা থেকে কোনো ট্রেন বের হতে পারবে না, একই সাথে কোন ট্রেন কমলাপুর স্টেশনে আসতে পারবে না বলেও জানান তিনি।

কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থী মহিউদ্দিন রনি বলেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এভাবে অবরুদ্ধ রাখবেন। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS