ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা: পুকুর খননের জন্য বসানো সেচ পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হোসেন ছানু (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২২ মার্চ) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুরের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম রবুর মাটির খাদে ঘটনাটি ঘটে।
নিহত শামীম উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত আবুল মুন্সীর ছেলে। তিনি দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে পুকুরে মাটি কাটার কাজ করছিলেন রবু মেম্বার।
তার সঙ্গে কাজ করছিলেন শামীম। বৃষ্টিতে পুকুরটিতে পানি জমে যায়। আজ শুক্রবার (২২ মার্চ) পানি সেচ দিতে যান শামীম হোসেন ছানু। এরপর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। স্থানীয়রা সেখান দিয়ে যাওয়ার সময় শামীমকে মাটিতে পড়ে থাকতে দেখেন।
পরে লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের লোকজন জানান, শামীম পুুকুরের পানি সেচের জন্য ইলেকট্রিক সেচপাম্প বসান । সেচ পাম্পে সমস্যা দেখে নিজেই ইলেকট্রিক তারে হাত দেন। তারটি লিক ছিল। ফলে বিদ্যুতায়িত হয়ে শামীম ঘটনাস্থলেই মারা যান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে খতিয়ে দেখা হবে, এটা পূর্বপরিকল্পিত হত্যা নাকি অপমৃত্যু। নিহতের পরিবার কোনো অভিযোগ করেনি। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।