সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফমারীর সৈয়দপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে সুলভমূল্যে ডিম ও মুরগি বিক্রি শুরু হয়েছে। গতকাল শুক্রবার থেকে শহরের শহিদ তুলশীরাম সড়কে আশা সার্জারীর বিপরীতে ওই ডিম ও মুরগি বিক্রি করা হচ্ছে।
সৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও পৌরসভার সহযোগিতায় কামারপুকুর এলাকায় এআর এগ্রো ফার্ম ও কাজীপাড়া এলাকায় রিফাত মৎস্য এন্ড পোল্ট্রি খামারের উদ্যোগে ওই ডিম ও মুরগি বিক্রি করা হচ্ছে। জানা যায়, প্রতি পিস মুরগির ডিম ৯ টাকা, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ টাকা এবং সোনালী কালার বার্ড মুরগি প্রতি কেজি ২৫০ টাকা দরে বিক্রি করা হয়েছে।
কাজীপাড়া এলাকায় রিফাত মৎস্য এন্ড পোল্ট্রি খামারের স্বত্বাধিকারী মো. রফিকুজ্জামান রকি জানান, রমজান উপলক্ষে সাধারণ ক্রেতাদের সুবিধার্থে সুলভমূল্যে ডিম ও মুরগি বিক্রির উদ্যোগ নেয়া হয়। যাতে ক্রেতা সাধারণ সুলভমূল্যে ডিম ও মুরগি কিনে খেয়ে সিয়াম পালন করতে পারেন।
তিনি জানান, প্রথমদিনে ৫ হাজার পিস মুরগির ডিম ও ৬শ’ পিস মুরগি বিক্রি করা হয়েছে। বিক্রি করা মুরগির মধ্যে সোনালী কালার বার্ড ছিল ৫০০পিস এবং ব্রয়লার ছিল ১০০পিস। সকাল আটটা থেকে ছয়শ’ গ্রাম থেকে এক কেজি পর্যন্ত পরিমাণের মুরগি বিক্রি করা হয়।
গতকাল শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সুলভমূল্যে ডিম ও মুরগি কিনতে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছেন। ক্রেতারা প্রয়োজন অনুযায়ী ডিম কিনছেন, মুরগির ক্ষেত্রেও একই দৃশ্য লক্ষ্য করা যায়। ক্রেতা সাধারণের ভিড়ে বেলা সাড়ে ১১টার মধ্যে বিক্রির জন্য আনা মুরগির সবগুলোই বিক্রি শেষ হয়ে যায়।
তবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত মুরগির ডিম বিক্রি হতে দেখা গেছে। সৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল কুমার রায় বলেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে দপ্তর ও খামারিদের উদ্যোগে সুলভমূল্যে সরাসরি ভোক্তাদের মাঝে ডিম ও মুরগি বিক্রয় ব্যবস্থা নেয়া হয়েছে।
এতে ক্রেতারা (ভোক্তা) যেমন সরাসরি খামারিদের কাছ থেকে ডিম ও মুরগি কিনতে পারছেন, তেমনি খামারিরাও তাদের খামারে উৎপদিত ডিম ও মুরগির ন্যায্যমূল্য পাচ্ছেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।