ভিডিও

‘বুবলী প্রসঙ্গে’ এক সুরে অপু-শাকিব 

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৪, ০২:৩৩ দুপুর
আপডেট: এপ্রিল ১৫, ২০২৪, ০২:৩৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : শবনম বুবলীর ঈদে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারের পর আবারও সরগরম হয়ে উঠেছে ঢালিউড অঙ্গন। একই সঙ্গে নেট দুনিয়ায় নেটিজেনদের মাঝে চলছে নানা আলোচনা। এসব প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন অপু বিশ্বাস। আর অপুর সুরেই তাল মিলিয়েছেন শাকিব খান।

বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে অংশ নিয়ে বুবলী সম্প্রতি মন্তব্য করেন, তিনি আর শাকিব আইনত এখনও স্বামী-স্ত্রী। তাদের ডিভোর্স হয়নি। ওই সাক্ষাৎকারে বুবলী আরও বলেন, অপুর সঙ্গে শাকিবের বিয়ে আদও হয়নি। কারণ শাকিব একজন মুসলিম। অন্যদিকে অপু নিজেকে হিন্দু দাবি করেন। বুবলী অপু প্রসঙ্গে খানিকটা ক্ষোভ প্রকাশ করে জানান, সম্পর্কে তৃতীয় ব্যক্তি তখনই ঢুকে পড়ে যখন দুইজনের সম্পর্কে ফাটল থাকে। তৃতীয় ব্যক্তি হিসেবে অপু বুবলীকে ঘৃণা করেন অথচ শাকিবের প্রশংসা করেন বিষয়টিকেও প্রশ্নবিদ্ধ করেছেন বুবলী।

এদিকে বুবলীর ওই সাক্ষাৎকারের পর তার ওপর ভীষণ বিরক্ত অপু। শাকিবের প্রতি ভীষণ অভিমানও হয় তার। যেকারণে ঈদে ছেলে জয়কে নিয়ে শাকিবের বাড়িতে যেতে চাননি অপু। পরে শাকিবের পরিবারের অনুরোধে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে ঈদের দিন দুপুর থেকে রাত পর্যন্ত সময় কাটান তিনি।

জানা গেছে, অপুর মতো শাকিবও বুবলীর এমন মন্তব্যে বেশ বিরক্ত। শাকিবের ঘনিষ্ঠজনরা বলছেন, ঈদের দিন নামাজ শেষ করে প্রিয়জনদের সঙ্গেই সময় কাটান শাকিব। এদিন তার খুশির কারণ ছিল প্রেক্ষাগৃহে তার অভিনীত নতুন সিনেমা ‘রাজকুমার’ মুক্তি। তবে সে আনন্দ অনেকটাই ফিকে করে দিয়েছে শাকিবকে। বুবলীর মন্তব্য শাকিবকে ফেলেছে সাময়িক অস্বস্তিতেও। বুবলী প্রসঙ্গে তাই বন্ধুমহলে মন্তব্য করেন শাকিব। বলেন, আমি তো সবকিছু আগেই পরিষ্কার করে দিয়েছি। কেন এরা দুদিন পরপর নতুন ইস্যু বানায় এসব নিয়ে। শাকিব আরও বলেন, এদের আসলে আমাকে নিয়ে কথা বলা ছাড়া কোনো কাজ নেই। সত্যি, আমি খুবই বিরক্ত।

প্রসঙ্গত, অপুর সঙ্গে বিচ্ছেদের পর বুবলীর সঙ্গে সংসার করলেও সে সম্পর্ক ভেঙে যায় শাকিবের। এরপরই শাকিব মিডিয়ায় পরিষ্কার জানিয়ে দেন, অপুর মতো বুবলীও তার কাছে অতীত। শুধু সন্তানের দায়িত্ব পালনের জন্য অপু ও বুবলীর সঙ্গে যোগাযোগ থাকবে চিত্রনায়ক শাকিব খানের।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS