এ মাসেই বিয়ে করছেন সোনাক্ষী!
বিনোদন ডেস্ক : এ মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বিয়ের তারিখও চূড়ান্ত হয়ে গেছে ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, আগামী ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই অভিনেত্রী। পাত্র জাহির ইকবাল। টাইমস নাউ জানিয়েছে, প্রেমের বিষয়টি নিয়ে কখনও কথা না বললেও খুব বেশিদিন চাপা রাখতে পারেননি সোনাক্ষী-জাহির। বহু অনুষ্ঠানেই একসঙ্গে দেখা গেছে তাদের। কখনও হাত ধরে সিনেমা দেখতেও গেছেন আবার কখনও ডিনার ডেটে। সম্প্রতি সালমান খানের পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছিল সোনাক্ষী-জাহিরকে। জানা গেছে, সোনাক্ষী-জাহিরের পরিবারের এই সম্পর্কে সম্মতি রয়েছে। দুই পরিবারই তাদের আশীর্বাদ দিতে বিয়ের দিন উপস্থিত থাকবেন।
গত দুই বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছে সোনাক্ষী-জাহির। উইকিপিডিয়া অনুসারে বর্তমানে সোনাক্ষীর বয়স ৩৭ আর জাহিরের ৩৫। ‘নোটবুক’, ‘ডবল এক্সএল’, ‘ব্লকবাস্টার’-এর মতো সিনেমায় দেখা গিয়েছে জাহিরকে।
আরও পড়ুনমন্তব্য করুন