ভিডিও

সংবাদ পাঠ ও উপস্থাপনাতেও সাড়া পাচ্ছেন মৌ

প্রকাশিত: আগস্ট ০৩, ২০২৪, ০৬:৩৭ বিকাল
আপডেট: আগস্ট ০৩, ২০২৪, ০৬:৩৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

অভি মঈনুদ্দীন: মৌসুমী মৌ, ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী। তবে সাম্প্রতিক সময়ে তিনি সংবাদ পাঠ ও উপস্থাপনা নিয়েই বেশি ব্যস্ত। চ্যানেল এস’-এ নিয়মিত সংবাদ পাঠ করছেন তিনি। এর পাশাপাশি চ্যানেলেটির ‘স্বাস্থ্য ও পুষ্টি’ অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনা করছেন।

এরইমধ্যে একজন সংবাদ পঠিকা হিসেবে মৌ বেশ সাড়া পাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। মৌসুমী মৌ সংবাদ পাঠিকা হিসেবে কাজ শুরু করার আগে নাটকেই বেশি অভিনয় করতেন। তবে সংবাদ পাঠেও তার বেশ আগ্রহ ছিলো বলে জানান। যে কারণে তিনি চ্যানেল এস’-এ সংবাদ পাঠের সুযোগ পেয়ে এই চ্যানেলেই নিয়মিত সংবাদ পাঠে আগ্রহী হয়ে উঠেন। এছাড়া বাংলাদেশ বেতারেও মৌ সংবাদ পাঠ করে আসছেন দীর্ঘদিন যাবত।

মৌসুমী মৌ বলেন,‘ আমার কাছে মনে হয় সংবাদ পাঠ করা এমন সহজ কোনো বিষয় নয়। দেশ বিদেশের নানান বিষয় সম্পর্কে জ্ঞান থাকার পাশাপাশি কারেন্ট নিউজ সম্পর্কেও যথেষ্ট অবগত থাকতে হয়। সিচুয়েসন অনুযায়ী একজন সংবাদ পাঠিকাকে যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন্নতার মধ্যদিয়ে সংবাদ পাঠ করতে হয়। একেকটা সংবাদের প্রকাশ ভঙ্গি একেকরকম। যে কারণে সংবাদের রকম বুঝে সংবাদ পাঠের ধরন হয় একেক রকম। বিষয়গুলো আমি অবগত হয়েই সংবাদ পাঠে এসেছি এবং শুরু থেকেই বেশ অনুপ্রেরণা পেয়ে আসছি। ধন্যবাদ চ্যানেল এস পরিবারকে আমাকে এই সুযোগ করে দেবার জন্য। আর এর পাশাপাশি আমি উপস্থাপনাও দারুণ উপভোগ করছি। অভিনয়টা মিস করি। ভালো গল্প পেলে অবশ্যই কাজ করবো।’

সৈয়দ শাকিল পরিচালিত ‘ছায়াবাজি’ ওয়েব ফিল্মে অভিনয় করে সর্বশেষ বেশ প্রশংসা কুঁড়ান মৌ। সাগর জাহানের ধারাবাহিক ‘ভালোবাসার অলিগলি’তেও অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। ২০১৮ সালে ফটোশ্যুটের মধ্যদিয়ে মিডিয়াতে মৌ’র পথচলা শুরু। জুলফিকার ইসলাম শিশিরের পরিচালনায় ‘অভিমানী তুমি ঘাড়তেড়া আমি’ নাটকে তিনি প্রথম অভিনয় করেন। জাকিউল ইসলাম রিপনের পরিচালনায় ‘পিনিকেই ঝিনিক’ নাটকে অভিনয় করে তিনি আলোচনায় আসেন। এরপর আরো বহু নাটকে অভিনয় করেছেন তিনি। আবৃত্তি সংগঠন ‘কন্ঠশীলন’র সাথে সম্পৃক্ত আছেন তিনি। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS