ভিডিও রবিবার, ১০ নভেম্বর ২০২৪

কুমিল্লায় ২৫ ও ময়মনসিংহে ২৭ শতাংশ ভোট পড়েছে : ইসি

কুমিল্লায় ২৫ ও ময়মনসিংহে ২৭ শতাংশ ভোট পড়েছে : ইসি, ছবি সংগৃহীত

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ শনিবার (৯ মার্চ) নির্বাচন কমিশনের অ্যাপসের পাওয়া তথ্য মতে, কুমিল্লা সিটি নির্বাচনে দুপুর ১২টা পর্যন্ত ২৫ শতাংশ ও ময়মনসিংহ সিটিতে ২৭ শতাংশ ভোট পড়েছে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সকাল থেকে স্থানীয় সরকারের ২৩১ নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। সকালে কুমিল্লা সিটি নির্বাচনের একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্ত সচিব বলেন, দুই সিটির নির্বাচনে এখন পর্যন্ত সুষ্ঠু ভোট হচ্ছে। এখন পর্যন্ত কুমিল্লা সিটি মেয়র পদে উপনির্বাচনে ২৫ শতাংশ ভোট পড়েছে। আর ময়মনসিংহ সিটিতে ভোট পড়েছে ২৭ শতাংশ। 

কুমিল্লা সংঘর্ষ নিয়ে রিটার্নিং অফিসার মো. ফরহাদ হোসেন বলেন, ১৯ নম্বর ওয়ার্ডের ৭৪, ৭৫ ও ৭৬ নম্বর কেন্দ্র তিনটি পাশাপাশি। গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে, এতে আহত হয়েছে ২ জন। তবে এ ঘটনা কেন্দ্রের বাইরে। ভোটের কার্যক্রম সচল রয়েছে জানিয়ে তিনি বলেন, ঘটনাস্থলে নির্বাচন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। এছাড়া ২০-২২ নম্বর কেন্দ্রের বাইরে একজনকে ছুরিকাহত করার ঘটনাও ঘটেছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। কেন্দ্রের ভেতরে কোথাও ঝামেলা হয়নি। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে নাশকতা সৃষ্টির আশঙ্কায় আওয়ামী লীগের ৩৩ নেতাকর্মী আটক

বগুড়ায় ডিপ ফ্রিজে গৃহবধূর লাশ

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনা কোম্পানি

দিনাজপুর চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় নৈশপ্রহরী নিহত ১

শিগগিরই বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল

চট্টগ্রামে ১১ হাজার ইয়াবাসহ ২মাদক কারবারি গ্রেফতার