শেখ হাসিনা জানেন তার বিরুদ্ধে মানুষ কতটা ক্ষুব্ধ : রিজভী
সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ যে প্রচণ্ড বাড়ছে এবং এটা শেখ হাসিনা টের পাচ্ছেন বলে মন্তব্য করেছেন,বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এ কারণে ছোট কর্মসূচিতেও আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে যুদ্ধ যুদ্ধ ভাব তৈরি করছেন। কারণ, উনি ভালো করেই জানেন ৪টি লেবুর দাম ৮০ টাকা।
শনিবার (১৬ মার্চ) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির সহ শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ূন ইসলামের মুক্তির দাবিতে এক প্রতিবাদী মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ এখন দিশেহারা। শেখ হাসিনা জানেন— মানুষ কতটা ক্ষুব্ধ তার বিরুদ্ধে। মানুষের দ্রোহের আগুন জ্বলছে, শেখ হাসিনা এটা ভালো করেই বুঝতে পারছেন। প্রত্যেকটি জায়গায় সরকারি সংগঠনের নেতারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন। তাদের খেজুর কিনতে অসুবিধা হয় না। তারা ফাইভ স্টারের খাবার নিয়ে বাড়িতে বসে আছেন।’
পাশের দেশকে খুশি করার জন্য সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ধর্মীয় অধিকারও হরণ করেছে সরকার— অভিযোগ করে রিজভী বলেন, ‘আপনারা যে যুগ যুগ ধরে করে আসছেন, হঠাৎ মনে পড়লো যে কেন ইফতার করা যাবে না? এটা সিয়াম সাধনার মাস, একটা উৎসবের বিষয়ও আছে। বন্ধুবান্ধব সবাই মিলে ইফতার করতে চায়।’
তিনি বলেন, ‘নির্বাচনে ভারত পাশে ছিল বলেই অন্য রাষ্ট্রগুলো কিছু করতে পারেনি। আওয়ামী লীগ সরকার ভোটার শূন্য নিবার্চন করেছে।’
মন্তব্য করুন