ভিডিও

দেশে কিশোর গ্যাং মোকাবেলায় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা  

প্রকাশিত: এপ্রিল ০৮, ২০২৪, ০৫:১৮ বিকাল
আপডেট: এপ্রিল ০৯, ২০২৪, ০১:৪৮ রাত
আমাদেরকে ফলো করুন

দেশে কিশোর গ্যাং মোকাবেলায় স্বরাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়কে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মাহবুব হোসেন বলেন, ‘কিশোর গ্যাংয়ের সদস্যদের সংশোধনের সুযোগ রেখে ব্যবস্থা নিতে হবে। জেলখানায় তাদের অপরাধীদের সঙ্গে না রাখার নির্দেশনা দিয়ে সরকার প্রধান বলেছেন, তারা যেন দীর্ঘমেয়াদে অপরাধের সাথে জড়িয়ে না যায় সেজন্য কাউন্সিলিংয়ের ব্যবস্থা রাখতে হবে।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতীয় লজিস্টিক নীতি-২০২৪ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে পণ্য উৎপাদন থেকে ক্রেতার কাছে পৌঁছনোর প্রক্রিয়া সহজ হবে। এ ছাড়া, ড. এমএ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় আইন-২০২৪ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS