শাহবাগে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে: ডিএমপি
কোটা বাতিলের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় কিছু শিক্ষার্থীকে পুলিশের সাঁজোয়া যানের ওপর উঠে উল্লাস করতে দেখা যায়।
শিক্ষার্থীদের এমন আচরণের পরেও পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল গণমাধ্যমকে মহিদ উদ্দিন বলেন, কোটা নিয়ে আদালতের নির্দেশনার পর শিক্ষার্থীদের আন্দোলনের অবকাশ ছিল না। তাই তাদের রাস্তায় না নামতে অনুরোধ করেছিলাম।
আরও পড়ুনমহিদ উদ্দিন আরও বলেন, আশা করি আজকেই এটা (আন্দোলন) শেষ হবে। পুলিশ চায় না শিক্ষার্থীদের সঙ্গে কিছু হোক। তাদেরও বোঝা উচিত। তাদেরও দায়িত্বশীল হওয়া উচিত।
এর আগে, এদিন বিকেল ৫টার দিকে পুলিশি বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেন। পূর্ব ঘোষিত 'বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে সেখানে অংশ নিয়েছে আন্দোলনকারীরা। এতে বন্ধ হয়ে গেছে যান।
মন্তব্য করুন