সিরাজগঞ্জের উল্লাপাড়ার লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বন ছেড়ে আসা হনুমান
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরশহরের শ্রীকোলা মহল্লায় গত আট দিন ধরে বিরল প্রজাতির মুখপোড়া বানর ঘুরে বেড়াচ্ছে। কখনও গাছের ডালে কখনও ঘরের চালায় আবার কখনও বাজারের দোকান ঘরের ওপর এসে বসছে এই মুখপোড়া বনরটি।
দলছুট এই হনুমানটিকে উল্লাপাড়ার নতুন বাসটার্মিনালের পাশের গাছের ডালে, শ্রীকোলা বাজারে এবং পার্শ্ববর্তী পূর্ব দেলুয়া ও মাগুড়াডাঙ্গা গ্রামে দেখা যাচ্ছে। হনুমানটিকে লোকজন কলা, পাউরুটি বিস্কুট খেতে দিচ্ছে। কৌতুহলী ছেলে মেয়েরা দলবেঁধে মুখপোড়া এই হনুমানকে দেখতে গেলে এটি দ্রুত অন্যত্র পালিয়ে যাচ্ছে। তবে বন বিভাগ হনুমানটিকে খেতে দিয়ে এর সঙ্গে সখ্যতা না বাড়াতে পরামর্শ দিয়েছে।
উপজেলার মাগুড়াডাঙ্গা গ্রামের হেলাল সরকার জানান, হনুমানটি বেশ শান্ত স্বভাবের। এটি বেশিক্ষণ এক জায়গায় থাকছে না। তবে কেউ খেতে দিলে তা খেয়ে নিচ্ছে। কেউ হনুমানটির ক্ষতি করতে পারে বলে তার ধারনা।
আরও পড়ুনএজন্য দ্রুত এটিকে উদ্ধার করে বনে ছেড়ে দেবার জন্য বন বিভাগের কর্মকর্তাদের কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে জানান।
মন্তব্য করুন