ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

ছাত্র আন্দোলনে হামলায় রংপুরে আরও এক মামলা দায়ের

ছাত্র আন্দোলনে হামলায় রংপুরে আরও এক মামলা দায়ের, প্রতীকী ছবি

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় আরও একটি মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে- বদরগঞ্জ তারাগঞ্জ সাবেক সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক, বদরগঞ্জ পৌরসভার মেয়র টুটুল চৌধুরী, এমপি পত্নী সুরভী চৌধুরী, এমপি ডিউকের সহযোগী হেলাল মাস্টার ও পিএস আবুল কালাম আজাদসহ ১৬৩ জনকে।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদরগঞ্জ আমলী আদালতে মামলার আবেদন করেন বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাংবাদিক বাদশাহ ওসমানী। পরে শুনানি শেষে মামলাটিকে এজাহার হিসেবে বদরগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন আদালতের বিচারক কৃষ্ণ কমল রায়।

মামলা এজাহার সূত্রে জানা গেছে, আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট এমপি ডিউকের নির্দেশে সকাল সাড়ে ১০টায় বদরগঞ্জ পৌর শহরের হক সাহেবের মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ইট পাটকেল নিক্ষেপসহ রাস্তায় ফেলে মারপিট করে।

এ সংবাদ পেয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা অভিভাবক সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে বদরগঞ্জ কেন্দ্রীয় শহিদমিনারের কাছাকাছি পৌঁছে প্রতিবাদী ছাত্র জনতার ওপরে আক্রমণ শুরু করে।

আরও পড়ুন

এতে মনিরুজ্জামান, সাজু, মিয়া, সোহান, আশিকুলসহ প্রায় ৭০ থেকে ৮০ জন ছাত্র-জনতা আহত হয়। পরে তারা সেন্টারের দোকানে ভাঙচুর ও লুটপাট করে রাস্তার ধারে পার্কিং করা ৩০-৩৫টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে এলএসডি রোডে গিয়ে উপজেলা পরিষদের সরকারি গাড়ি পুড়িয়ে দেয়।

পরেরদিন ৫ আগস্ট আবারও আন্দোলনে হামলা চালায়। এতে আরও ২শ’ জন ছাত্র-জনতা আহত হয়। এ সময় গাড়িতে অগ্নিসংযোগ, দোকান ভাঙচুর, লুটপাটসহ তান্ডব চালায় বলে মামলায় উল্লেখ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা

রাজশাহীতে নেসকো’র ভৌতিক বিল বন্ধসহ নানা হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি, বহিরাগতদের প্রবেশে বিধি-নিষেধ

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মায়ের মৃত্যু

বগুড়ার ধুনটে পাট মজুদ করায় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা: গুদাম সিলগালা