ভিডিও মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

করতোয়ায় সংবাদ প্রকাশে ইতিবাচক সাড়া

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিজের কাঁধে ঘাঁনি টানা সেই দম্পতি পেল গরু ও আর্থিক সহায়তা

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিজের কাঁধে ঘাঁনি টানা সেই দম্পতি পেল গরু ও আর্থিক সহায়তা, ছবি : দৈনিক করতোয়া

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : দৈনিক করতোয়ায় সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের রায়গঞ্জে কাঠের ঘাঁনি টানা সেই দম্পতি পেল গরু, নগদ অর্থ ও বাজার সামগ্রী। গত ২৮ অক্টোবর দৈনিক করতোয়ার ৩য় পাতায় ‘নিজের কাঁধে ঘাঁনি টেনে সংসার চালায় জহুরুল দম্পতি’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনটি পড়ে আজ বুধবার (৩০ অক্টোবর) সকালে তাদের বাড়িতে উপস্থিত হয়ে একটি গরু, পাঞ্জাবি, শাড়ি ও নগদ অর্থসহ বাজার সামগ্রী তুলে দেন সিরাজগঞ্জের মানবিক কর্মী মামুন বিশ্বাস ও তার সহযোগীরা।

এমন মানবিক সহায়তা পেয়ে এই দম্পতির তিন যুগের কষ্টের অবসান হলো। উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কালিয়াবিল গ্রামের অসহায় জহুরুল ইসলাম ও তার স্ত্রী মিনা খাতুন জানান, আমাদের আর কোন দুঃখ কষ্ট নেই। এখন আর বুক ও কাঁধ দিয়ে কাঠের ঘাঁনি টানতে হবে না। গরু, নগদ অর্থসহ বাজার পেয়ে আমরা খুশি।

আরও পড়ুন

এসময় তারা ফেসইবুকের মাধ্যমে অর্থ দেওয়া  প্রত্যেকের জন্য এবং মানবিক কর্মী মামুন বিশ্বাসের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবিষয়ে সমাজ কর্মী মামুন বিশ্বাস বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এই দম্পতির দুর্দশার কথা জানতে পেরে ফেইসবুকের মাধ্যমে সহায়তা চেয়ে পোস্ট দিলে দেশ ও বিদেশের ভালোবাসার মানুষগুলো এই সহায়তা পৌঁছে দিয়েছেন। আমি শুধু এ সহায়তা পৌঁছে দিয়েছি মাত্র। কৃতজ্ঞতা তাদের প্রতি যারা এ সহায়তা দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনাবাসীর স্বপ্নযাত্রা জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রা শুরু 

পাবনার সুজানগরে গাজনার বিলের পানি সেচে ও গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন

বগুড়ায় ১৪৫০ এ্যাম্পুল নেশার ইনজেকশনসহ দুইজন গ্রেপ্তার

জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের পিঠা উৎসবের সেকাল-একাল

বগুড়ার শিবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

দিনাজপুরের হিলিতে টিসিবি পণ্য বিক্রি শুরু