ভিডিও রবিবার, ১০ নভেম্বর ২০২৪

রংপুরে ইটভাটা থেকে অর্ধকোটি টাকা জরিমানা আদায়

--ছবি: দৈনিক করতোয়া

রংপুর প্রতিনিধি : পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্সবিহীন ইটভাটাগুলোর বিরুদ্ধে রংপুর বিভাগের আট জেলায় অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির রংপুর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা জানান, গত এক সপ্তাহে রংপুর ও গাইবান্ধা জেলার ১২টি ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়।

এসব ইট ভাটা থেকে ৫০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় ও এক জনকে ১৫ দিনের বিনাশ্রম করাদন্ড প্রদান করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন জানান, পরিবেশের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স না থাকায় ২৯ জানুয়ারি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার জেবি ব্রিকস ৫লাখ টাকা জরিমানা, সাদুল্লাপুর উপজেলার চৌধুরী ব্রিকসকে ৪ লাখ ৫০ হাজার টাকা ও এসএমবি ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

৩০ জানুয়ারি একই জেলার পলাশবাড়ি উপজেলার টিবিএল ব্রিকসকে ৭ লাখ টাকা, বিবিএফ ব্রিকসকে ৬ লাখ ও চৈতালী ব্রিকসকে ৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও গত সোমবার (৫ ফেব্রুয়ারি) রংপুর সদর উপজেলার এমপিবি ব্রিকসকে ২ লাখ টাকা, এআরএস ব্রিকসকে ২ লাখ টাকা আদায় করা হয়। জরিমানার টাকা দিতে ব্যর্থ হওয়ায় ইইমস ব্রিকসের ম্যানেজার গোলাম মোস্তফাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

আরও পড়ুন

গতকাল মঙ্গলবার রংপুর সদর উপজেলার জেএফ ব্রিকসকে ৬ লাখ টাকা ও এনবিসি ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। আরএএমবি ব্রিকসের মালিক পালাতক থাকায় দন্ড আরোপ করা হয়নি বলে জানান তিনি।

পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন জানান, জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ইট ভাটাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ’লীগ কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

সাতক্ষীরায় মা‌হিন্দ্রা-বাস সংঘ‌র্ষে ব্যবসায়ী নিহত,আহত ৬

বিমানবন্দরে বন্ধুকে বিদায় দিয়ে বাড়ি ফেরার প্রাণ গেল তিন বন্ধুর

মেসির গোলের পরও মায়ামির বিদায়

‘সিনিয়র’ খেলোয়াড় নেই মানসিকতা থেকে বের হতে বললেন শান্ত

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিল শুনানি শেষ