ভিডিও রবিবার, ১০ নভেম্বর ২০২৪

বগুড়ায় বৈদ্যুতিক মিটার চোর চক্রের তিন সদস্য আটক

বগুড়ায় বৈদ্যুতিক মিটার চোর চক্রের তিন সদস্য আটক

স্টাফ রিপোর্টার : র‌্যাব-১২ বগুড়ার অভিযানে বৈদ্যুতিক মিটার চোর চক্রের মূলহোতাসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সকালের দিকে বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার সিও মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে চোরাই বৈদ্যুতিক মিটার ও মিটার চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগরের এনামুল হকের ছেলে সজীব হোসেন (১৯), একই উপজেলার আলতাফনগরের শফির ছেলে শাহাদত আলী ও খিয়ানী মধ্যপাড়ার সামসুদ্দিনের ছেলে মাসুম বিল্লাহ (২৫)।

র‌্যাব-১২ বগুড়া কার্যালয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এই চোর চক্র জেলার বিভিন্ন এলাকায় কৌশলে বৈদ্যুতিক মিটার চুরি করে আসছিল। এই চক্রকে আটক করতে অভিযানে নামে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন দুপচাঁচিয়া পোরসভার সিও মোড় এলাকা থেকে চক্রের মূলহোতাসহ তিনজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই বৈদ্যুতিক মিটার, দুই কেজি বৈদ্যুতিক তার, একটি বৈদ্যুতিক তার কাটার মেশিন, ১০টি মোবাইল ফোন ও ১০টি সিমকার্ড উদ্ধার করা হয়।

আরও পড়ুন

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, আটকদের মধ্যে সজীব হোসেন এই চক্রের মূলহোতা। এই চক্র জেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুয়তিক মিটার চুরি করে আসছিল। এমনকি তারা মিটার চুরির পর চিরকুট লিখে টাকা দাবি করতো।

এরপর কৌশলে টাকা হাতিয়ে নেয়া হতো। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারের ইউপি চেয়ারম্যান মাহবুবসহ গ্রেপ্তার ৩

দক্ষিণের ‘ব্লকবাস্টার’ নির্মাতার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন আলিয়া ভাট

বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ

জিরো পয়েন্টে দাঁড়িয়ে যে অনুরোধ করলেন সারজিস | Sarjis Alam | Sheikh Hasina | Zero Point

কপ-২৯ সম্মেলনে যোগ দিতে আজারবাইজান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস জিতল মিডল্যান্ড ব্যাংক