ভিডিও রবিবার, ১০ নভেম্বর ২০২৪

ভালোবেসে বিয়ের তিন মাসের মাথায় নারীর মৃত্যু

ভালোবেসে বিয়ের তিন মাসের মাথায় নারীর মৃত্যু, ছবি সংগৃহীত

মফস্বল ডেস্ক : রাজধানীর মিরপুরে যৌতুকের দাবিতে মাহফুজা মোতালেব নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (৩ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্বামী আমিনুলের দাবি, মাহফুজা আত্মহত্যা করেছে। তবে মানতে নারাজ ওই নারীর পরিবার। পরে অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, ভালোবেসে তিন মাস আগে পরিবারের মতামত নিয়ে আমিনুল ইসলাম সীমান্তের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন মাহফুজা মোতালেব। তবে বিয়ের পরপরই স্বামীর যৌতুকের দাবিতে সেই স্বপ্ন ভাঙে যায় বলে অভিযোগ। নিহতের পরিবারের দাবি, যৌতুকের জন্য স্বামী আমিনুল প্রায় প্রতিদিনই নির্যাতন করতেন মাহফুজাকে। সবশেষ তার মায়ের এফডিয়ারের ৭ লাখ টাকার জন্য চাপ দিতে থাকেন আমিনুল। এসবের মাঝেই রবিবার বিকেলে ভুক্তভুগীর পরিবারকে ফোন দিয়ে স্বামী আমিনুল জানান, মাহফুজা অসুস্থ। এরপর তারা গিয়ে দেখতে পান মাহফুজার মরদেহ। গলায় ফাঁসির দাগ। তাদের বলা হয় আত্মহত্যা করেছে মাহফুজা। তবে এই কথা মানতে নারাজ মাহফুজার পরিবার। তারা বলছেন, আত্মহত্যা করার মতো মেয়ে সে নয়।

আরও পড়ুন

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান গণমাধ্যমকে বলেন, এটা আত্মহত্যা হিসেবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আত্মহত্যা করলে গলায় অর্ধচন্দ্রাকৃতির যে দাগ থাকে, তা আমরা পেয়েছি। টাকাটা ওই নারীর নামে রাখার জন্য হয়ত তার স্বামী তাকে চাপ সৃষ্টি করে থাকতে পারে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির গোলের পরও মায়ামির বিদায়

‘সিনিয়র’ খেলোয়াড় নেই মানসিকতা থেকে বের হতে বললেন শান্ত

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিল শুনানি শেষ 

দেখা না দিলে বন্ধু, কথা কইয়ো না 

হাসিনাসহ পলাতকদের ফেরাতে রেড নোটিশ জারি করছে সরকার

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট