যশোরে ৫ ছিনতাইকারী গ্রেফতার, ৬ ইজিবাইক উদ্ধার
যশোর প্রতিনিধি : যশোর পিবিআই ইজিবাইক ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার ও ছয়টি ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। মোবাইল ফোনের সূত্র ধরে যশোর ও মাগুরায় অভিযান চালিয়ে এই ইজিবাইক উদ্ধার ও ছিনতাইকারী চক্রকে গ্রেফতার করা হয়। শনিবার রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন-গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামের লিয়াকত আলী শেখের ছেলে রাফি শেখ রাব্বি ও ঘোড়াদাড়ি গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে আশিকুর রহমান শাকিল, মাগুরা সদর উপজেলার সাতদোহাপাড়া গ্রামের আইনুদ্দিন শিকদারের ছেলে আমিনুর ইসলাম ও নাইমুল ইসলাম এবং মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামের ফারুক লস্করের ছেলে এমেজ লস্কর।
পুলিশ সুপার রেশমা শারমিন জানান, গত ২২ ফেব্রুয়ারি সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের সালমান হোসেনকে চেতনানাশক মিশ্রিত খাবার খাইয়ে কেশবপুরের মঙ্গলকোট এলাকা থেকে তার ইজিবাইক ও মোবাইল ফোন নিয়ে যান যাত্রীবেশী কয়েকজন দুর্বৃত্ত। ১৪ মার্চ সালমান যশোর পিবিআই অফিসে অভিযোগ জানালে পিবিআই ছায়াতদন্ত শুরু করে।
আরও পড়ুনএক পর্যায়ে সালমানের হারিয়ে যাওয়া মোবাইল ফোনের সূত্রধরে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে ১৫ মার্চ যশোর শহরের গাড়িখানা এলাকা থেকে আশিকুর রহমান শাকিল ও রাফি শেখ রাব্বিকে গ্রেফতার করা হয়। আসামি শাকিলের নিকট হতে সালমানের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী মাগুরার মহম্মদপুর উপজেলার খালিয়া বাজার থেকে আমিনুর ও এমেজ লস্করকে গ্রেফতার করা হয়। এসময় সালমানের ইজিবাইকসহ আরও একটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী মাগুরা শহরের ঢাকা রোডের শিকদার অটো হাউজ মালিক নাইমুল ইসলামকে গ্রেফতার এবং তার দোকান থেকে আরও একটি ইজিবাইক উদ্ধার করা হয়। এরপর আসামিদের তথ্য অনুযায়ী আরও তিনটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়।
মন্তব্য করুন