ভিডিও রবিবার, ১০ নভেম্বর ২০২৪

ঘোড়াঘাটে দেদারছে বিক্রি হচ্ছে নকল মধু

ঘোড়াঘাটে দেদারছে বিক্রি হচ্ছে নকল মধু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে চিনি ও ফিটকিরি দিয়ে দেদারছে মধু তৈরি করে বিক্রি করে আসছে কতিপয় অসাধু মধু বিক্রেতারা। উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কলাবাড়ী মৌজার সাউদগাড়ী পাড়ার ৪ জন ও সিংড়া ইউনিয়নের নূরপুর মৌজার সাউদগাড়ী পাড়ার একজন দীর্ঘ ১৬-১৭ বছর থেকে এ নকল মধুর ব্যবসা করে আসছে বলে জানা যায়।

অভিযুক্ত নকল মধু ব্যবসায়ীরা হলো- কলাবাড়ী মৌজার সাউদগাড়ী পাড়ার মৃত- রইচ উদ্দীনের ছেলে আব্দুল রাজ্জাক (৪০), বারেক (৫০) ও তার ছেলে শাকিল (২৮) এবং হবিবর রহমান মধু (৪৫)। সিংড়া ইউনিয়নে নূরপুর মৌজার সাউদগাড়ী পাড়ার আব্দুল আজিজের ছেলে আব্দুল কুদ্দুস।

নকল মধু তৈরি বিষয়ে আব্দুর কুদ্দুস ও আব্দুর রাজ্জাক দীর্ঘদিন থেকে এ ব্যবসা করার কথা স্বীকার করেছে। তবে কোথাও মৌমাছির চাক পেলে সেটাও কেটে দিয়ে মধু নেয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মাদ তহিদুল আনোয়ার বলেন, চিনি ও ফিটকিরি দিয়ে তৈরি মধু বিষ ক্রিয়াসহ এসিড ও মারাত্মকভাবে কিডনির জন্য ক্ষতিকর।

আরও পড়ুন

তিনি জানান, উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। মুঠোফোনে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, অতি স্বত্তর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনা কোম্পানি

দিনাজপুর চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় নৈশপ্রহরী নিহত ১

শিগগিরই বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল

চট্টগ্রামে ১১ হাজার ইয়াবাসহ ২মাদক কারবারি গ্রেফতার

কাটার জন্য প্রস্তুত বগুড়ার সারিয়াকান্দির সাড়ে ১২ হাজার হেক্টর জমির আমন ধান

চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত