ভিডিও সোমবার, ১১ নভেম্বর ২০২৪

ঈদ ঘনিয়ে আসায় ভিড় বাড়ছে শার্ট-প্যান্টের দোকানে

--ছবি: দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : ঈদ যতই ঘনিয়ে আসছে শুরুর মন্দাভাব কাটিয়ে ততই ভিড় বাড়ছে বগুড়ার বিপণিবিতানগুলোতে। এর সাথে ঈদ কেনাকাটায় লক্ষ্য করা যাচ্ছে উৎসবের আমেজ। কেনাকাটার শেষদিকে এসে ক্রেতারা ভিড় বাড়াচ্ছেন তৈরি শার্ট-প্যান্টের দোকানে।

কেউ খুঁজছেন পাতলা আরামদায়ক কাপড়ের শার্ট আবার কারো পছন্দ ডেনিমের জিন্স। বিক্রেতারা বলছেন, রোজার মাঝামাঝি থেকেই বিক্রি বাড়তে শুরু করেছে যা রোজার শেষ দিনগুলোতে আরও বেড়ে চলবে মধ্যরাত পর্যন্ত।

চৈত্রের শেষদিকে এপ্রিলের মাঝামাঝিতে গরম আবহাওয়ায় উদযাপিত হবে এবারের ঈদুল ফিতর। গরমের ঈদে তাই ছেলেদের চোখ আরামদায়ক পোশাকের দিকে। আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে ফর্মাল শার্ট, হাফ শার্ট, পোলো শার্ট কিংবা টি-শার্ট এর কালেকশান এনেছে ফ্যাশন হাউজগুলো।

আজ রোববার (৩১ মার্চ) বগুড়ার বিভিন্ন বিপণীবিতান ও মার্কেটে ঈদ বাজার ঘুরে দেখা যায়, গরমের কথা মাথায় রেখে পাতলা আরামদায়ক কাপড়ের শার্ট খুঁজছেন বেশিরভাগ মানুষ। তবে প্যান্টের ক্ষেত্রে পছন্দের শীর্ষে ডেনিম জিন্স। ঈদ উপলক্ষ্যে এসব পোশাকের নকশায় এসেছে ভিন্নতা ও বৈচিত্রতা।

ডেনিমের প্যান্টের জন্য ব্র্যান্ডভেদে দাম পড়ছে ১২শ’ টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত। আর প্রতিটি শার্টের দাম পড়ছে অন্তত দেড় হাজার টাকা। তবে কোথাও কোথাও ব্রান্ডভেদে দাম আরও বেশি। ক্রেতারা বলছেন, ঈদ উপলক্ষ্যে নতুন নতুন ডিজাইনের শার্ট-প্যান্ট এসেছে। তবে গতবারের তুলনায় এবার বেশি দাম চাচ্ছেন বিক্রেতারা।

আরও পড়ুন

ঈদ কেনাকাটার শেষদিকে ক্রেতাদের আনাগোনায় ব্যস্ততা বেড়েছে বিক্রেতাদেরও। প্রত্যাশিত বিক্রিতে ব্যস্ততার মাঝেও হাসি ফুটেছে তাদের মুখে। তারা বলছেন, রোজার শুরু দিকে তৈরি পোশাকের দোকানগুলোতে তেমন ভিড় না থাকলেও শেষের দিকে বেড়েছে বেচা-বিক্রি।

প্রথম দিকে কাটা কাপড় কিনে শার্ট-প্যান্ট তৈরিতে ব্যস্ততা শেষের পর মানুষ ভিড় করছেন তৈরি পোশাকের দোকানগুলোতে এতে বিক্রি বেড়েছে কয়েকগুণ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনা কোম্পানি

বগুড়ায় আ’লীগের বিচারের দাবিতে গণজমায়েত

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠান

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠান | KMSC | Daily Karatoa

রংপুরে বিএসটিআই’র অভিযান ২৫ হাজার টাকা জরিমানা

নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মোহাম্মদ ইউসুফ