বগুড়ার ইতিহাস সংরক্ষণে ইতিহাস চর্চা পরিষদের ভূমিকা অপরিসীম : রিপু এমপি
বগুড়া ইতিহাস চর্চা পরিষদ ও পাঠাগারের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু বলেছেন, বগুড়ার ইতিহাস সংরক্ষণে ইতিহাস চর্চা পরিষদের ভূমিকা অপরিসীম। তিনি পুন্ড্রনগর খ্যাত বগুড়ার ইতিহাস সংরক্ষণে সর্বদা অত্র সংগঠনের পাশে থাকার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আজ শনিবার (১১ মে) বগুড়া শহরস্থ একটি রেস্তোরাঁয় বগুড়া ইতিহাস চর্চা পরিষদের সভাপতি ডা: সি এম ইদরিসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বি-বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান, প্রত্নতত্ত্ব অধিদপ্তর রাজশাহী ও রংপুর বিভাগীয় অফিসের সহকারি পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী।
আরও পড়ুনঅনুষ্ঠানে বক্তব্য রাখেন, অত্র সংগঠনের উপদেষ্টা এড. এ কে এম মাহবুবর রহমান, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শতকত আলম মীর, বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সাহিদুর রহমান, ডা: এ এইচ এম মশিহুর রহমান, আনোয়ারুল করিম দুলাল, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপিকা সাবিহা সুলতানা, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক শাজাহান আলী, সাংবাদিক রেজাউল হাসান রানু, এড. মোজাম্মেল হক, মমিনুর রশিদ শাইন, জিয়াউর রহমান, নির্বাহী সদস্য ডা: মতিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন, আয়োজক কমিটির আহ্বায়ক রেজাউল বারী ঈসা।অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি কেক কেটে সংগঠনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন।
মন্তব্য করুন