ভোটের আগে পাঁচ ওসি প্রত্যাহার
উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে তাদেরকে ভোট না হওয়া থানা থেকে সরিয়ে সংশ্লিষ্ট রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করতে বলা হয়েছে।
সোমবার (২৭ মে) ইসির উপসচিব সচিব মিজানুর রহমানের সই করা চিঠি আইজিপিকে পাঠানো হয়েছে।
চিঠির সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার দ্বেবিদ্বার, চাঁদপুরের ফরিদগঞ্জ, চট্টগ্রামের চন্দনাইশ ও আনোয়ারা থানার ওসিকে সোমবারই রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত এবং পটুয়াখালীর দুমকী থানার ওসিকে ভোট শেষ না হওয়া পর্যন্ত রেঞ্জ ডিআইজির সংশ্লিষ্ট থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য বলেছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, এবার মোট চার ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে দেশের ১৩৯টি উপজেলা পরিষদে ভোট হয় ৮ মে। দ্বিতীয় ধাপে ১৬০টি উপজেলায় ভোট হয় ২৩ মে। তৃতীয় ধাপে ১১২টিতে ভোট হওয়ার কথা ছিল ২৯ মে, সেখানে এখন হবে ৯০টিতে। আর চতুর্থ ধাপে ৫৬টিতে ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচন হবে।
নিক্সন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ
আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা চেয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীকে ‘কারণ দর্শানো’ নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
আরও পড়ুনমঙ্গলবার (২৮ মে) বিকাল ৪টার মধ্যে এই সংসদ সদস্যকে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
আচরণবিধি অনুযায়ী, সংসদ সদস্য হয়ে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে প্রচারণা করতে পারবেন না।
অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. জিয়াউল হক খানের সই করা নোটিশে বলা হয়, সদরপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের মো. শাহীনুল ইসলামের বিপক্ষে এমপি নিক্সন চৌধুরীর বক্তব্য গণমাধ্যমেও প্রচার হয়েছে।
ভাঙা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের মোখলেছুর রহমান এই সংসদ সদস্যের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জমা দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার নোটিশে বলা হয়, প্রাপ্ত নথি অনুযায়ী, আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। এমন পরিস্থিতিতে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েও কেন আচরণবিধি লঙ্ঘন করেছেন, তার সুনির্দিষ্ট লিখিত ব্যাখ্যা ২৮ মে বিকাল ৪টার মধ্যে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এই সংসদ সদস্যের বিরুদ্ধে এ বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হবে।
মন্তব্য করুন