ভিডিও রবিবার, ১০ নভেম্বর ২০২৪

ধামরাইয়ে নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে ১০ লাখ টাকার রড লুট

সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে নিরাপত্তাকর্মীকে বেঁধে রেখে দোকানের তালা ভেঙে ১০ টন রড লুট করেছে একদল ডাকাত। এ সময় সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেন ডাকাতরা।

বুধবার বিকেল ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ধামরাই থানার পরিদর্শক (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখ।

এর আগে মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢিলিভিটা এলাকার রায়হান এন্টারপ্রাইজ নামে একটি দোকানে এ ঘটনা ঘটে।

দোকানের মালিক আরফান আলী বলেন, মঙ্গলবার রাত ২টা থেকে ৩টার দিকে ৮-১০ সদস্যদের একদল ডাকাত আমার রডের দোকানের সামনে যায়। প্রথমে তারা সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে। পরে দোকানের চারটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। এ সময় পাশের মেহেদী কারখানার নিরাপত্তাকর্মী আলমগীর এগিয়ে এলে ডাকাতরা তাকে বেঁধে রেখে ১০ টন রড একটি কাভার্ডভ্যানে করে নিয়ে পালিয়ে যায়। ঘটনার সময় আমার দোকানের নিরাপত্তাকর্মী সোহেল ওই দোকানের ভেতর ঘুমাচ্ছিলেন। ১০ টন রডের মূল্য প্রায় ১০ লাখ টাকা।

আরও পড়ুন

এ ব্যাপারে নিরাপত্তাকর্মী আলমগীর হোসেন বলেন, ৮-১০ জন লোক দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। আমি এগিয়ে গেলে অস্ত্রের মুখে আমাকে তারা বেঁধে ফেলে। পরে তারা দোকানের রড একটি কাভার্ডভ্যানে তুলে নিয়ে চলে যায়।

ধামরাই থানার পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর আত্রাইয়ে খেজুরগুড় তৈরিতে ব্যস্ত গাছি

দিনাজপুর ঘোড়াঘাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায় : পররাষ্ট্র সচিব

বগুড়ায় বাসে তল্লাশি: ফেনসিডিল ও গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার

আওয়ামী লীগের বিচারের দাবিতে বিভিন্ন স্থানে গণজমায়েত

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যাান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠান