ভিডিও

দুর্গাপুরে ১৯ লাখ টাকার ভারতীয় চিনি ও কসমেটিক জব্দ

প্রকাশিত: জুন ২৯, ২০২৪, ০৪:৫৩ দুপুর
আপডেট: জুন ২৯, ২০২৪, ০৪:৫৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

করতোয়া নিউজ ডেস্ক:  নেত্রকোনার দুর্গাপুরে ২৯৬ বস্তা ভারতীয় চিনি ও অনুমোদনহীন কসমেটিক জব্দ করা হয়েছে। এর সর্বমোট বাজারমূল্য ১৯ লাখ ১৫ হাজার টাকা।

 শুক্রবার (২৮ জুন) দিনব্যাপী উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।  

অভিযান সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর এবং বড়ইকান্দি এলাকায় ম্যাজিস্ট্রেট, বিজিবি ও দুর্গাপুর পুলিশের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে আনা ভারতীয় ২৯৬ বস্তা চিনি জব্দ করা হয়। একইসঙ্গে দুই বস্তা অনুমোদনবিহীন, নিম্নমানের এবং আমদানিকারকের ট্যাগবিহীন কসমেটিকস জব্দ করা হয়। এর বাজার সর্বমোট বাজার মূল্য ১৯ লাখ ১৫ হাজার টাকা বলে জানান ম্যাজিস্ট্রেট।

দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৯ লাখ ১৫ হাজার টাকার ভারতীয় চিনি ও কসমেটিকস জব্দ করা হয়েছে।

জব্দ করা মালামাল পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বিজিবি হেফাজতে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কলাকান্দায় বৃহস্পতিবার (২৭ জুন) সীমান্তের বউ বাজার, গলাছড়া ও সন্ন্যাসীপাড়া এলাকা থেকে প্রায় ৩৮ লক্ষাধিক টাকার ৫৫৩ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।

এর আগে বুধবার (২৬ জুন) কলমাকান্দার বিভিন্ন সীমান্ত থেকে দিনব্যাপী অভিযান চালিয়ে প্রায় দুই কোটি ২০ লাখ টাকার ৩ হাজার ৬৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS