ভিডিও

তিন দিন পার হলেও নিখোঁজ দুই স্কুলছাত্রীর সন্ধান মেলেনি

প্রকাশিত: জুলাই ০৩, ২০২৪, ০২:২৮ দুপুর
আপডেট: জুলাই ০৩, ২০২৪, ০৩:০০ দুপুর
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক: নৌকাডুবির তিন দিন পার হলেও এখনো মেলেনি নিখোঁজ দুই স্কুলছাত্রী। বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় হানারাং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী শান্তি রানি ত্রিপুরা (১০) এবং থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ফুলবানী ত্রীপুরা নামে দুইজন নিখোঁজ রয়েছে।

সোমবার (১ জুলাই) ইঞ্জিন চালিত নৌকায় করে যাওয়ার পথে প্রবল বৃষ্টি ও স্রোতের কারণে উপজেলার পদ্মঝিরি, চিংড়ি ঝিরি এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয় দুই স্কুলছাত্রী। নিখোঁজ স্কুলছাত্রী ফুলবানী ত্রীপুরা থানচি উপজেলার তিন্দু ইউপির ৫নং ওয়ার্ডের হরিশ চন্দ্র পাড়ার বাসিন্দা নিলাপ্রু ত্রীপুরার মেয়ে ও আরেকজন শান্তি রানি ত্রীপুরা একই এলাকার স্থানীয় বাসিন্দা মুক্তিজন ত্রিপুরার মেয়ে।

এদিকে নিখোঁজের পর থেকে থানচি ফায়ার সার্ভিস টিম উদ্ধার কার্যক্রম পরিচালনা করলেও এখনো পর্যন্ত নিখোঁজ দুই স্কুল ছাত্রীর কোনো খোঁজ মেলেনি।

বুধবার (৩ জুলাই) সকালে এ বিষয়ে থানচি ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরুণ জৌতি বড়ুয়া বলেন,  নিখোঁজের পর হতে উপজেলা প্রশাসনের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করছি,তবে নিখোঁজের স্থানে তাদের পাওয়া যাবে বলে মনে হচ্ছে না,সাঙ্গু নদীর স্রোত বেশি তাই তারা অন্য কোথাও ভেসে গিয়েছে বলে মনে হচ্ছে। তাদের খুঁজতে আজকেও আমরা বের হব।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS