ভিডিও সোমবার, ১১ নভেম্বর ২০২৪

বগুড়ার সারিয়াকান্দিতে বৈষম্যবিরোধী আন্দেলনকারীদের মিছিল

প্রতীকী ছবি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দিতে চলমান কোটা সংষ্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারীরা। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং তার  ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করে তারা।

আজ শনিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা বাজার এলাকায় বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে ভেলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দোকানে তারা হামলা ও ভাঙচুর করে। এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগ নেতার ওষুধের দোকানের ওষুধপত্র রাস্তায় ফেলে দেয়।

হামলার শিকার ভেলাবাড়ী ইউনিয়ন আ'লীগের সভাপতি এনামুল করিম পুটু জানান, তিনি ও স্বেচ্ছাবেক লীগ নেতা শাফি আলমসহ তার ওষুধের দোকানে বসে ছিলেন। হঠাৎ করে মিছিলকারীরা তার উপরে হামলা করে ও দোকানের বেশ কিছু ওষুধের বক্স রাস্তায় ফেলে দেয়।

আরও পড়ুন

এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, সেখানে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে আ'লীগ নেতা পুটুর দোকানসহ দুটি দোকানে ভাঙচুর করেছে। বিষয়টি আমাকে মুঠোফোনে জানানো হয়েছে । এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনা কোম্পানি

বগুড়ায় আ’লীগের বিচারের দাবিতে গণজমায়েত

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠান

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠান | KMSC | Daily Karatoa

রংপুরে বিএসটিআই’র অভিযান ২৫ হাজার টাকা জরিমানা

নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মোহাম্মদ ইউসুফ