সিরাজগঞ্জের উল্লাপাড়ায় থানায় তিনদিন পর ফিরলো পুলিশ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গতকাল শনিবার দুপুুরে তিনদিন পর থানা পুলিশ আবার তাদের কর্মস্থল মডেল থানায় ফিরে এসেছে। সিরাজগঞ্জ র্যাব-১২ ক্যাম্পের অধিনায়ক মারুফ হোসেনের নেতৃত্বে র্যাব সদস্যগণ উল্লাপাড়া থানা পুলিশকে নিরাপদে তাদের কর্মস্থলে ফিরতে সহযোগিতা দিয়েছেন। সহযোগিতা দিয়েছেন সেনাবাহিনীর সদস্যগণও।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দল ও সুধী সমাজের প্রতিনিধিরা থানার প্রবেশদ্বারে পুলিশ কর্মকর্তা ও সদস্যদেরকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা পুলিশের পাশে ছাত্র সমাজ আছে বলে স্লোগান দেন। গত বুধবার পুলিশ সদস্যরা চরম নিরাপত্তাহীনতার কারণে উল্লাপাড়া থানা ছেড়ে নিরাপদ স্থানে চলে যায়।
পরে স্থানীয় আনসার সদস্য সেনাবাহিনীর সহযোগিতায় থানার নিরাপত্তার দায়িত্বে থাকেন। এসময় বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা থানার নিরাপত্তায় আনসার বাহিনীকে সহযোগিতা প্রদান করেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, উল্লাপাড়ার কর্মরত ৮০ জন পুলিশ সদস্যের মধ্যে ৭০ জন গতকাল শনিবার কর্মস্থলে যোগ দিয়েছেন। বাকি ১০ জন ছুটিতে আসেন। খুব শিগগিরই তারা কাজে ফিরবেন।
আরও পড়ুনউল্লাপাড়া পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর জানান, পুলিশ সদস্যদের নিরাপত্তাহীনতার কারণে গত ৭ আগস্ট বিকেলে তারা থানা ছেড়ে নিরাপদ স্থানে চলে যান। বর্তমানে দেশের পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হওয়ায় এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য সকল কর্মকর্তাসহ পুলিশ সদস্যগণ গতকাল থানায় ফিরে এসে নিজ নিজ কাজে যোগ দিয়েছেন। এখন আবারও তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবেন।
সিরাজগঞ্জ র্যাব-১২ ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন বলেন, র্যাব সদস্যরা উল্লাপাড়া মডেল থানা পুলিশকে তাদের কর্মস্থলে ফিরতে পূর্ণসহযোগিতা দিয়েছেন। পুলিশ সদস্যরা থানায় ফেরায় পর তিনি উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্রনেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন এবং উপস্থিত সবাই পুলিশকে তাদের দায়িত্ব পালন করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
মন্তব্য করুন