বশেমুরবিপ্রবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি
নিউজ ডেস্ক: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ক্যাম্পাসে বহিরাগত ব্যক্তিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, নিরাপত্তাজনিত কারণে ২৮ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্যাম্পাসে সকল বহিরাগত ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ করা হলো।
আরও পড়ুনআরও বলা হয়, সকল শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে সার্বক্ষণিক আইডি কার্ড বহন এবং প্রয়োজনমতো প্রদর্শন করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
মন্তব্য করুন