ছবি আঁকতে আঁকতেই মারা গেলেন দেশের চিত্রশিল্পী শোয়েব
বিনোদন ডেস্ক : সিনেমার পোস্টার আঁকা খ্যাতিমান চিত্রশিল্পী মোহাম্মদ শোয়েব মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রোববার ছবি আঁকার সময় মৃত্যু হয়েছে এ চিত্রশিল্পীর। মৃত্যুকালে ৬৯ বছর বয়স হয়েছিল তার।
চিত্রশিল্পী শোয়েব ওস্তাদ নামে পরিচিত ছিলেন। তার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা লিটু আনাম। তিনি বলেন, ছবি আঁকার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন শোয়েব ভাই। পরে জরুরিভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরক চিকিৎসক।
আরও পড়ুনকিছুদিন আগে ‘১৯৭১ সেই সব দিন’ নামের সিনেমার ব্যানার হাতে একে নতুন করে আলোচনায় উঠে আসেন চিত্রশিল্পী শোয়েব। যদিও আধুনিক এই সময় ডিজিটাল ব্যানারের জন্য অনেকটাই কাজ কমে গিয়েছিল তার।
হৃদি হকের কল্যাণে বর্তমান প্রজন্মের কাছে ওই সময় ব্যাপক পরিচিত লাভ করেন চিত্রশিল্পী শোয়েব। ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন চিত্রশিল্পী শোয়েব। রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে বসবাস করতেন তিনি।
মন্তব্য করুন