ভিডিও শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে ১১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে বৃহস্পতিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়, সবমিলিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯২ জনের মৃত্যু হল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ৭২ জন ভর্তি হয়েছেন।

এর বাইরে ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন এবং খুলনা বিভাগে ১৪ জন ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮০৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশের বিভিন্ন হাসপাতালে শুক্রবার সকাল পর্যন্ত ১ হাজার ৩৬১ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৭৭৬ জন; ঢাকার বাইরে এ সংখ্যা ৫৮৫।

 

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, তাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের।

আরও পড়ুন

মার্চ মাসে আক্রান্ত হন ৩১১ জন; এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এপ্রিলে আক্রান্ত হন ৫০৪ জন, তাদের মধ্যে মারা গেছেন দুইজন। মে মাসে আক্রান্ত হন ৬৪৪ জন, এর মধ্যে মারা গেছেন ১২ জন। জুনে আক্রান্ত হয়েছেন ৭৯৮ জন, এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ জনের।

জুলাইয়ে ২ হাজার ৬৬৯ জন আক্রান্ত হয়েছেন আর মৃত্যু হয়েছে ১২ জনের। অগাস্ট মাসে আক্রান্ত হন ৬ হাজার ৫২১ জন, এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ জনের।

 

সেপ্টেম্বরের প্রথম ৬ দিনে ১ হাজার ৯৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মামুন গ্রেপ্তার

বগুড়ার সারিয়াকান্দির ৫ দিনব্যাপি পৌষমেলার মূল আকর্ষণ ঘোড়দৌড়

বগুড়ার ধুনটে আন্ত:জেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

লালমোহনে স্কুল মাঠে পড়েছিল বিদেশি শর্টগান

র‍্যাবের অভিযানে ফ্ল্যাটে মিলল গাঁজা-ফেনসিডিল, যুবক গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে চোরের মৃত্যু