ভিডিও রবিবার, ১০ নভেম্বর ২০২৪

মৌসুম শেষেই টুখেলের বিদায় নিশ্চিত

স্পোর্টস ডেস্ক : বিদায়ী ঘণ্টা বেজে উঠেছে বায়ার্ন কোচ টমাস টুখেলের। ব্যর্থতার কারণে এবার চাকরি হারাচ্ছেন তিনি। ইতোমধ্যে টুখেলকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে বায়ার্ন। তবে এখনই নয়, টুখেল ক্লাব ছাড়বেন মৌসুম শেষে। আজ এক বিবৃতিতে মৌসুম শেষে টুখেলের বিদায়ের খবর নিশ্চিত করেছে বায়ার্ন।


বিবৃতিতে বায়ার্ন জানিয়েছে, ‘এফসি বায়ার্ন মিউনিখ ও প্রধান কোচ টমাস টুখেল যৌথভাবে দাপ্তরিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছে, যা মূলত ২০২৫ সালের ৩০ জুন শেষ হওয়ার কথা ছিল। এখন সেটি ২০২৪ সালের ৩০ জুন শেষ হবে। ক্লাবের প্রধান নির্বাহী ইয়ান ক্রিস্টিয়ান ড্রেসেন ও টুখেলের গঠনমূলক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আরও পড়ুন


গণমাধ্যমগুলির দাবি অনুযায়ী, টুখেলের বিকল্প হিসেবে ভাবা হচ্ছে জাবি আলানসোকে। এমনকি জিনেদিন জিদানের নামও শোনা যাচ্ছে। জরুরি বিকল্প হিসেবে ফিরিয়ে আনা হতে পারে সাবেক কোচ হ্যান্সি ফ্লিককেও। 
বুন্দেসলিগায় চলতি মৌসুমের শুরুর দিকে দারুণ করলেও শেষদিকে এসে ছন্দপতন হয় তাদের। ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তারা এখন অবস্থান করছে টেবিলের দুইয়ে। এদিকে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে লাৎসিওর মাঠে হেরে পিছিয়ে আছে তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাশে মিললো ৯ গ্রেনেড

জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েতের ডাক

শেখ হাসিনার ষড়যন্ত্র বাস্তবায়নকারী ১০ জন গ্রেপ্তার

আজ ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস 

বাগেরহাটে বিএনপি নেতা সজীবকে হত্যায় ৩ লাখের চুক্তি