ভিডিও রবিবার, ১০ নভেম্বর ২০২৪

ক্লপ-গার্দিওলা শেষ লড়াইয়ে সমতা

ক্লপ-গার্দিওলা শেষ লড়াইয়ে সমতা, ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হয় লিভারপুল-ম্যানসিটি। এই লড়াই কোন ক্লপ ও গার্দিওলার একপ্রকারের শেষ মুখোমুখি লড়াই ছিল। কিন্তু সমতাই শেষ হলো এই দুই মহারথী কোচের লড়াই। ঘরের মাঠ অ্যানফিল্ডে পেপ গার্দিওলার শিষ্যদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

লিভারপুল-ম্যানসিটির ড্র করাতে লাভ হলো আর্সেনালেরই। একদিন আগে যে তারা শীর্ষে উঠেছিল, সেখান থেকে আর সরে আসতে হয়নি গানারদের। শীর্ষেই রইলো দলটি। যদিও লিভারপুল আর আর্সেনালের পয়েন্ট সমান, ২৮ ম্যাচে ৬৪ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে আর্সেনাল। সমান ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ৬৩। লিগের এখনো ১০টি করে ম্যাচ বাকি। তবে এখন থেকেই প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে চলবে ইঁদুর-দৌড় খেলা। কে কাকে ছাড়িয়ে যেতে পারেন, সে চেষ্টাই চলবে একের পর এক।

আরও পড়ুন

লিভারপুলের মাঠে ম্যাচের ২৩তম মিনিটেই এগিয়ে যায় ম্যানসিটি। জন স্টোনস গোল করে এগিয়ে দেন গার্দিওলার দলকে। প্রথমার্ধে কোনো গোল দিতে পারেনি লিভারপুল। দ্বিতীয়ার্ধের প্রথম দিকেই গোলটি শোধ করে দেয় অলরেডরা। আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার পেনাল্টি শট থেকে গোলটি করেন। এরপর আর কোন দলই গোল করতে পারেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টি করলে ব্যবস্থা : ডিএমপি

বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আ’লীগ নিষিদ্ধের ব্যাপারে যা জানালেন চিফ প্রসিকিউটর

আ’লীগ কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

সাতক্ষীরায় মা‌হিন্দ্রা-বাস সংঘ‌র্ষে ব্যবসায়ী নিহত,আহত ৬

বিমানবন্দরে বন্ধুকে বিদায় দিয়ে বাড়ি ফেরার প্রাণ গেল তিন বন্ধুর