ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

নড়াইলে মাশরাফির বাড়িতে ভাঙচুর-আগুন

নড়াইলে মাশরাফির বাড়িতে ভাঙচুর-আগুন, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ত্যাগের খবরে নড়াইলে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। এসময় জাতীয় সংসদের হুইপ নড়াইল-২ সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার শহরের বাড়ি ভাঙচুর করে আগুন দেয় আন্দোলনকারীরা। 

খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরে বিকেল থেকে জামায়াত, বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা শহরে খন্ড খন্ড আনন্দ মিছিল বের করে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীদের একাংশ এসব ঘটনা ঘটায়। জেলা আ’লীগ অফিস, নড়াইল শহরে অবস্থিত  নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজার ডুপ্লেক্স বাড়ি, জেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের দ্বিতল বাড়ি, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে। পরে আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুন

 এসময় ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে ফোন করা হলেও তারা নিরাপত্তার কারণে আগুন নেভাতে অপারগতা প্রকাশ করে। শুধু মাশরাফিই নন, জাতীয় দলের সাবেক অধিনায়ক মাগুরা-১ আসরের সংসদ সদস্য সাকিব আল হাসানের শহরের কেশব মোড় এলাকার বাড়িতে কিছু না হলেও তার রাজনৈতিক অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে দুটি কারখানায় আগুন 

কুকুর পরিচালনা শিখতে বিদেশ যাচ্ছেন পুলিশ কর্তারা

সিরাজগঞ্জে যৌন নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

সম্পর্ক থাকলে ভয় তো থাকবেই : সোহিনী

চুরি হওয়া অর্থ দেশে ফেরাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সিএ প্রেস উইং

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা