ভিডিও

হঠাৎ করেই লগআউট ফেসবুক-ইনস্টাগ্রাম! 

প্রকাশিত: মার্চ ০৫, ২০২৪, ১০:৪৩ রাত
আপডেট: মার্চ ০৫, ২০২৪, ১১:৪৭ রাত
আমাদেরকে ফলো করুন

ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক,মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে লগইন করতে পারছেন না । হঠাৎ করেই লগআউট হয়েছে ব্যবহারকারীদের আইডি।  অনলাইন বিভ্রাট শনাক্তকারী সাইট ডাউন ডিটেক্টর এ তথ্য জানিয়েছে। 

এর আগে অনেকের ফেসবুক আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যায়। এতে অনেক ব্যবহারকারী আইডি হ্যাক হওয়ার শঙ্কায় পড়ে যান। 

বাংলাদেশ সময় রাত ৯টা ৩৬ মিনিটে ডাউন ডিটেক্টরে তথ্য অনুযায়ী, প্রায় ৭১ শতাংশ ব্যবহারকারী ফেসবুকে লগইন করতে পারছে না।    

ইংলিশ গণ মাধ্যম ফক্স টু নাউ ডট কমের তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও এ ধরনের সমস্যা হচ্ছে। ওয়েবসাইটের কার্যক্রম শনাক্তের ওয়েবসাইট ডাউনডিটেক্টরও ফেসবুক ও ইনস্টাগ্রামে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে।

তবে মেটা কোম্পানির মালিকানাধীন জনপ্রিয় যোগাযোগ অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ ব্যবহারে কোনো সমস্যা হচ্ছে না। ফেসবুক ও ইনস্টাগ্রামের সমস্যা নিয়ে মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি ব্যবহারকারীদেরকে।

তবে অনেক ব্যবহারকারীরাই মনে করছেন এটি মেটা কোম্পানির সার্ভারে প্রবলেম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আপনারা বারবার অযথায় চেষ্টা না করে একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন তাহলেই আপনারা আবারো ফেসবুকে লগইন করতে পারবেন এবং ইনস্টাগ্রামে লগইন করতে পারবেন। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS