ভিডিও

ড্রোন দিয়ে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা

প্রকাশিত: সেপ্টেম্বর ০৮, ২০২৪, ০৩:৪০ দুপুর
আপডেট: সেপ্টেম্বর ০৮, ২০২৪, ০৬:০৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনজুড়ে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। তবে ইউক্রেনের বিমান বাহিনী বলছে, রাশিয়ার ছোড়া ৬৭টি দূর পাল্লার ড্রোনের মধ্যে ৫৮টি ভূপাতিত করা হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে ইউক্রেনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী কিয়েভে পার্লামেন্ট ভবনের কাছে ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ইউক্রেনের বিমান বাহিনী বিবৃতিতে বলছে, ইউক্রেনজুড়ে ১১টি অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ইউনিট তৎপর ছিল। এতে আরও বলা হয়েছে, রাশিয়ার সীমান্তবর্তী দুই অঞ্চল থেকে শাহেদ ড্রোন ছোড়া হয়েছে। তবে এসব হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বার্তাসংস্থা এপি ও রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের পার্লামেন্টের বাইরে রাস্তায় ড্রোনের ধ্বংসাবশেষের ছবি তোলা হয়েছে। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS