ভিডিও

কঙ্গনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য, প্রার্থিতা বাতিল কংগ্রেস নেত্রীর 

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৪, ০২:৪৩ দুপুর
আপডেট: মার্চ ২৮, ২০২৪, ০২:৪৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে নিয়ে আপত্তিকর মন্তব্যে বিতর্কের পর এবার লোকসভার প্রার্থী তালিকা থেকে বাদ পড়লেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ। বুধবার ঘোষণা করা লোকসভা ভোটের অষ্টম প্রার্থী তালিকায় নেই উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের কংগ্রেসের এই জাতীয় মুখপাত্রের নাম। তার জায়গায় প্রার্থী করা হয়েছে বীরেন্দ্র চৌধুরীকে।

এক ভিডিও বার্তায় সুপ্রিয়া জানান, তার সোশ্যাল অ্যাকাউন্টগুলো অনেকে মিলে চালান, তার অজ্ঞাতে কেউ এই পোস্ট করেছেন। যদিও তাতে বিতর্ক চাপা পড়েনি। বুধবার সুপ্রিয়াকে শো-কজ নোটিস পাঠায় নির্বাচন কমিশন। 

আজ বৃহস্পতিবার জানা গেল, কংগ্রেসের প্রার্থী তালিকা থেকেও বাদ পড়ছেন তিনি। ২০১৯ সালে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ থেকে প্রার্থী হয়েছিলেন তিনি। বিজেপি’র কাছে পরাস্ত হলেও ওই আসন থেকেই ভোট লড়ার কথা ছিল তার।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS