ভিডিও

সকাল সকাল ভোট দিলেই মিলবে আইসক্রিম চাউমিন! 

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৪, ১০:০৪ রাত
আপডেট: এপ্রিল ২৪, ২০২৪, ১১:০৩ রাত
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। ইতোমধ্যেই প্রথম দফার ভোট শেষ হয়েছে। কাল শুক্রবার রয়েছে দ্বিতীয় দফার ভোট। এর মধ্যেই ভোট চলাকালীন ভোটারদের বিশেষ ‘পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিলো মধ্যপ্রদেশের ইনদওর জেলা প্রশাসন। সকাল সকাল ভোট দিতে গেলেই ভোটারদের দেওয়া হবে আইসক্রিম। তা-ও আবার বিনামূল্যে। খাবারের তালিকায় রয়েছে পোহা, জিলাপির পাশাপাশি চাউমিন, মাঞ্চুরিয়ানও। তবে বিনামূল্যে খাবার পাওয়ার জন্য রয়েছে বিশেষ শর্তও। জানা গেছে, আগামী ১৩ মে মধ্যপ্রদেশের ইন্দোরে রয়েছে ভোট। এই বছরে ভোটদানের হার যেন আরও বৃদ্ধি পায় সে কারণেই বিশেষ ‘পুরস্কার’-এর ঘোষণা করেছে জেলা প্রশাসন।  ইন্দোরের যেকোনো নামি খাবারের দোকানে গেলেই এই ‘পুরস্কার’ পাওয়া যাবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS