ভিডিও সোমবার, ১১ নভেম্বর ২০২৪

আম্বানি পরিবারের আমন্ত্রণে মুম্বাইয়ে মমতা

সংগৃহিত,আম্বানি পরিবারের আমন্ত্রণে মুম্বাইয়ে মমতা

আন্তর্জাতিক ডেস্ক : ছেলের বিয়েতে আম্বানি পরিবারের আমন্ত্রণে দুই দিনের জন্য মুম্বাই গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় মুম্বাই পৌঁছে ধনকুবের মুকেশ আম্বানির সঙ্গে দেখা করেন তিনি। যার আমন্ত্রণে কলকাতা থেকে এত দূরে ছুটে এসেছেন, সেই আম্বানির হাতে ফুলের তোড়া দিয়ে ধন্যবাদ জানান মমতা। পরে মমতাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মুকেশ আম্বানি। 

ছেলের বিয়ের হাজারও রীতিনীতি সামলে বাংলার মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান আম্বানি। তার পরনে ছিল ঘি-সাদা রঙের ট্র্যাডিশনাল কুর্তা-পাজামা-জ্যাকেট।

দেখেই বোঝা যায়, মমতার আগমনে কতটা খুশি হয়েছেন মুকেশ আম্বানি। এখন শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় অনন্ত-রাধিকার রাজকীয় বিয়েতে একঝাঁক সেলিব্রিটির মাঝে বাংলার মুখ্যমন্ত্রীর উপস্থিতির দিকে তাকিয়ে সবাই।

আরও পড়ুন

কেবল আম্বানিপুত্রের বিয়েতে যোগ দিতে নয়, সংক্ষিপ্ত মুম্বাই সফরে একাধিক রাজনৈতিক কর্মসূচিও রয়েছে মমতার।

মুম্বাই রওনা হওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি জানিয়েছিলেন, উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ারের সঙ্গে দেখা করবেন। বিকেলে অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাৎ পর্ব রয়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে রাজনৈতিক নেতাদের সঙ্গে মমতার সাক্ষাৎ হবে। সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে শনিবার (১৩ জুলাই) কলকাতায় ফিরবেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনা কোম্পানি

বগুড়ায় আ’লীগের বিচারের দাবিতে গণজমায়েত

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠান

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠান | KMSC | Daily Karatoa

রংপুরে বিএসটিআই’র অভিযান ২৫ হাজার টাকা জরিমানা

নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মোহাম্মদ ইউসুফ