ইউক্রেনকে উপযুক্ত জবাব দেওয়া হবে : পুতিন
আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। তারা এ পর্যন্ত রাশিয়ার ২৮টি শহর ও গ্রাম দখলে নিয়েছে। হামলার পর রাশিয়া এক লাখ ২০ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গেছে। খবর : রয়টার্স।
এসব ঘটনার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। রাশিয়ার প্রতিরক্ষা ও নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠকে বলেছেন প্রেসিডেন্ট পুতিন বলেন, সীমান্তে গোলযোগ সৃষ্টির জন্য ইউক্রেন এই কাজ করেছে। তাদেরকে উপযুক্ত জবাব দেয়া হবে। রাশিয়ার ভূখণ্ড থেকে তাদের সরিয়ে দেওয়া হবে। আর এ অভিযানে রাশিয়ান বাহিনী সাফল্য পাবেই।পুতিনের দাবি, কিয়েভ সামরিক শক্তিমত্তা দেখিয়ে রাশিয়াকে হারাতে চাইছে। কিন্তু তার ফল উল্টো হবে। দনেৎস্কে রুশ অভিযান অব্যাহত থাকবে। ইউক্রেন ভেবেছে এসব পদক্ষেপে তারা শান্তি আলোচনায় সুবিধা পাবে, কিন্তু সেটা হবে না।
আরও পড়ুনমন্তব্য করুন