ভিডিও মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

নিহত ফিলিস্তিনির সংখ্যা ৪০ হাজার ছুঁই ছুঁই 

নিহত ফিলিস্তিনির সংখ্যা ৪০ হাজার ছুঁই ছুঁই , ছবি: সংগৃহীত,

আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় হামলা চালাচ্ছে বর্বর ইসরায়েল। এই হামলায় প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা ৪০ হাজার ছুঁই ছুঁই করছে। ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার (১৩ আগস্ট) এ তথ্য জানিয়েছে। খবর : আনাদোলু এজেন্সি।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৩২ জন নিহত ও ৮৮ জন আহত হয়েছে। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৩৯ হাজার ৯২৯ জনে। পাশাপাশি যুদ্ধে আহত হয়েছে ৯২ হাজার ২৪০ জন। এছাড়াও অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।

আরও পড়ুন

জাতিসংঘের মতে, ইসরায়েলি আগ্রাসনে গাজার ৮৫ শতাংশ বাসিন্দা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। অঞ্চলটির বিস্তীর্ণ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘ আরও বলছে, দীর্ঘ সময় ধরে চলা এ সংঘাতের কারণে মানবিক সংকটে দিন পার করছেন ফিলিস্তিনিরা। খাবার, পানি, ওষুধ ও প্রয়োজনীয় মানবিক সহায়তার অভাবে উপত্যকাটির ২৩ লাখেরও বেশি বাসিন্দা চরম ক্ষুধা ও ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনাবাসীর স্বপ্নযাত্রা জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রা শুরু 

পাবনার সুজানগরে গাজনার বিলের পানি সেচে ও গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন

বগুড়ায় ১৪৫০ এ্যাম্পুল নেশার ইনজেকশনসহ দুইজন গ্রেপ্তার

জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের পিঠা উৎসবের সেকাল-একাল

বগুড়ার শিবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

দিনাজপুরের হিলিতে টিসিবি পণ্য বিক্রি শুরু