ভিডিও বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

মেসি-ডি মারিয়া ছাড়াই আর্জেন্টিনার চিলি বধ 

মেসি-ডি মারিয়া ছাড়াই আর্জেন্টিনার চিলি বধ 

নিউজ ডেস্ক:  অবসরে অ্যাঞ্জেল ডি মারিয়া, নেই দলের প্রাণভোমরা লিওনেল মেসিও। দলের সংকটে দারুণ ছন্দময় ফুটবল উপহার দিলেন পাওলা দিবালা-জুলিয়ান আলভারেজরা। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে চিলিকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।

ম্যাচে গোলের দেখা পেয়েছেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ ও পাওলো দিবালা। এই জয়ে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুদ করল আর্জেন্টিনা। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় ঘরের মাঠ স্তাদিও দি মনুমেন্টালে ম্যাচের শুরুতেই সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। তবে রদ্রিগো ডি পলের শট চিলির এক ডিফেন্ডার হেডে ক্রসবারের ওপর দিয়ে বের করে দেন।

পঞ্চদশ মিনিটে লাউতারো মার্টিনেজের দারুণ ব্যাকহিল থেকে বল পেয়ে বুলেট শট নিয়েছিলেন ডি পল, কিন্তু বল সরাসরি যাওয়ায় আটকে দেন চিলি গোলরক্ষক আরিয়াস। প্রথমার্ধে আর বলার মতো সুযোগ পায়নি আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ গোছালো আক্রমণে ম্যাচের ‘ডেডলক’ ভাঙে আর্জেন্টিনা। ডান দিক থেকে আলভারেজের আড়াআড়ি ক্রস লাউতারোর পাস পেয়ে যান অ্যালিস্টার। নিখুঁত প্লেসিং শটে জাল খুঁজে নেন ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার।

আরও পড়ুন

৭৮তম মিনিটে একসাথে তিনটি পরিবর্তন আনেন স্কালোনি। লাউতারো, অ্যালিস্টার ও লিসান্দ্রো মার্টিনেজকে তুলে মাঠে নামান আলেসান্দ্রো গারনাচো, দিবালা ও মার্কোস আকুনাকে। আর তাতেই মেলে আরেক সাফল্য। এই ম্যাচে মেসির ১০ নাম্বার জার্সিতে খেলতে নেমেছিলেন দিবালা।

এনজো ফার্নান্দেজের পাস ধরে ৮৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলভারেজ। এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের জোরাল শট লাফিয়ে ওঠা আরিয়াসের গ্লাভস জোড়াকে ফাঁকি দিয়ে ক্রসবারের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

আর্জেন্টিনা তৃতীয় গোলটি পায় দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের শুরুতে। কিছুটা দুরূহ কোণ থেকে জোরালো শট নেন দিবালা। তার গতিময় শট চিলি গোলরক্ষক আরিয়াসের পাশ দিয়ে খুঁজে নেয় ঠিকানা। আর তাতেই ষষ্ঠ জয় নিয়ে মাঠে ছাড়ে আর্জেন্টিনা।

নিজেদের পরের ম‍্যাচে গত কোপা আমেরিকার ফাইনালিস্ট কলম্বিয়ার মুখোমুখি হবে শিরোপাধারী আর্জেন্টিনা। চিলির প্রতিপক্ষ দেশ বলিভিয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে গাড়ি তল্লাশিকালে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২

মায়ের চরিত্রে অভিনয়ের পরেও দর্শক ক্রাশ খায় : স্বস্তিকা

গাজীপুরে প্রেমের টানে যুবককে হত্যা করল আরেক যুবক

 তেহরান কখনও ট্রাম্পকে হত্যার চক্রান্ত করেনি : ইরানী প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

ফরিদপুরে মেয়ের শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে মা নিহত