ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

কারাবাও কাপ থেকে বিদায় ম্যানসিটি’র

কারাবাও কাপ থেকে বিদায় ম্যানসিটি’র, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : টটেনহ্যাম হটস্পারের কাছে ২-১ গোলে হেরে ইংলিশ কারাবাও কাপ থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমের সব ধরনের প্রতিযোগিতায় এটি ম্যানসিটি’র প্রথম হার। অন্যদিকে দুর্দান্ত জয়ে কোর্য়াটার ফাইনালে চলে গেছে টটেনহ্যাম।

বুধবার টটেনহ্যামের মাঠে শুরুতেই গোল হজম করে সিটি। ৫ মিনিটে লিড নেয় টটেনহ্যাম। গোল করেন জার্মান স্ট্রাইকার টিমো ওয়ার্নার। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে টটেনহ্যাম। এবার গোল করেন পেপে মাতার সার। ম্যানসিটি নিজেদের একমাত্র গোলটি করে প্রথমার্ধের ইনজুরি সময়ে। ৪৫+৪ মিনিটে ম্যাথিউস নুনেসের গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে পেপ গার্দিওলার দল। দ্বিতীয়ার্ধে আরও গোল না হওয়ায় জয় পায় টটেনহ্যাম।

আরও পড়ুন

হারের কষ্টের মধ্যে সিটির ইনজুরির সারি আরও লম্বা হলো বুধবার। আগেই দলের মূল খেলোয়াড়দের অনেকে ইনজুরিতে পড়েছিলেন। গতকাল রাতে নতুন করে ইনজুরিতে পড়েন সাভিনহো। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড ম্যাচের ৬২ মিনিটে ইনজুরিতে পড়লে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি