ভিডিও রবিবার, ১০ নভেম্বর ২০২৪

বেঞ্চ ছেড়ে মায়ের পাশে বসলেন এমবাপ্পে

বেঞ্চ ছেড়ে মায়ের পাশে বসলেন এমবাপ্পে, ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া দলকে খেলায় অভ্যস্ত করার কথা জানিয়েছিলেন পিএসজি কোচ লুইস এনরিকে। পিএসজি’র সর্বশেষ তিন ম্যাচেও পুরো ৯০ মিনিট খেলার সুযোগ পাননি ফরাসি তারকা। বোঝাই যাচ্ছে, এমবাপ্পেকে ছাড়া দলকে অভ্যস্ত করে তোলার প্রক্রিয়াটা এখনই শুরু করে দিয়েছে পিএসজি কোচ। কিন্তু কাজটা যে খুব কঠিন, তা এই তিন ম্যাচের ফল দেখলেই বোঝা যায়।

তিন ম্যাচের দুটিতে ড্র করেছে পিএসজি। আর নঁতের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে বদলি নেমে গোল করে দলকে নিরাপদ অবস্থানে পৌঁছে দিয়েছিলেন এই এমবাপ্পেই। আর সর্বশেষ গতকাল রাতে মোনাকোর বিপক্ষেও প্রথমার্ধ শেষে তুলে নেওয়া হয় এই ফরোয়ার্ডকে। আর শেষ পর্যন্ত এই ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ করেছে পিএসজি। শুধু পিএসজিই নয়, এমবাপ্পে নিজেও হয়তো ধীরে ধীরে দলের সঙ্গে সম্পর্কের সুতোটা আলগা করে নিচ্ছেন।

গতকাল যেমন বিরতির পর বদলি হয়ে দলের সঙ্গে বেঞ্চে বসেননি বিশ্বকাপজয়ী এই তারকা। একটি ভিডিওতে তাকে দেখা যায় ফোনে কথা বলতে বলতে টানেল দিয়ে বেরিয়ে আসছেন। এরপর ভক্তদের সঙ্গে সেলফি তুলতে এবং অটোগ্রাফ দিতেও দেখা গেল তাকে। এ সময় দলের সঙ্গে বেঞ্চে না বসে স্ট্যান্ডে গিয়ে মায়ের পাশে বসেন এমবাপ্পে। ম্যাচ শেষে এমবাপ্পেকে তুলে নেওয়া প্রসঙ্গে পুরোনো কথাই নতুন করে আবার বলেছেন পিএসজি কোচ এনরিকে, ‘এটা শতভাগ কোচের সিদ্ধান্ত। কারণ, আগে পরে আমাদেরকে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই খেলার ব্যাপারে অভ্যস্ত হতে হবে। আমি দলের ভালোর জন্য এ সিদ্ধান্ত নিয়েছি।’

আরও পড়ুন

এর আগে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে স্প্যানিশ সংবাদ মার্কা জানায়, আরও দুই সপ্তাহ আগে রিয়ালের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন এমবাপ্পে। এমনকি পিএসজি কর্তৃপক্ষকেও নিজের সিদ্ধান্তের ব্যাপারে জানিয়ে দিয়েছেন তিনি। এই খবর সামনে আসার পর থেকেই মূলত পিএসজিতে গুরুত্ব হারিয়েছেন এই তারকা খেলোয়াড়। যদিও এমবাপ্পেকে ছাড়া মানিয়ে নিতে পিএসজির বেগ পেতে হবে সেটি ম্যাচের ফলেই স্পষ্ট। গতকাল মোনাকোর সঙ্গে ড্রয়ের পরও অবশ্য পয়েন্ট তালিকার শীর্ষস্থান সুরক্ষিত রেখেছে পিএসজি। ২৪ ম্যাচে পিএসজির পয়েন্ট ৫৫। আর এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা ব্রেস্তের পয়েন্ট ৪৩। তিনে থাকা মোনাকোর পয়েন্ট ২৪ ম্যাচে ৪২।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টি করলে ব্যবস্থা : ডিএমপি

বগুড়ায় জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আ’লীগ নিষিদ্ধের ব্যাপারে যা জানালেন চিফ প্রসিকিউটর

আ’লীগ কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

সাতক্ষীরায় মা‌হিন্দ্রা-বাস সংঘ‌র্ষে ব্যবসায়ী নিহত,আহত ৬

বিমানবন্দরে বন্ধুকে বিদায় দিয়ে বাড়ি ফেরার প্রাণ গেল তিন বন্ধুর