বায়ার্নের হারে এক ম্যাচে জিতলেই শিরোপা লেভারকুসেনের
স্পোর্টস ডেস্ক : বুন্দেসলিগায় হেইদেনহেমের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে বায়ার্ন মিউনিখ। বায়ার্নের হারের রাতে ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ১-০ ব্যবধানে কষ্টের জয় পেয়েছে জাবি আলোনসোর বেয়ার লেভারকুসেন। পরের ম্যাচে জিতলেই প্রায় এক যুগ পর লিগ শিরোপা জিতবে তারা।
ভইথ অ্যারেনায় হ্যারি কেন ও সার্জ গনাব্রির গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। দ্বিতীয়ার্ধে ৬ মিনিটের মধ্যে সমতায় ফিরে হেইদেনহেম। ৭৯ মিনিটে তৃতীয় গোলটি করলে জয় নিশ্চিত হয় তাদের।
আরও পড়ুনফরস্টেরেই স্টেডিয়ামে লেভারকুসেন জিতে ফ্লোরিয়ান উইর্টজের গোলে। এ নিয়ে ৪১ ম্যাচ ধরে অপরাজিত তারা। এ জয়ের ফলে ২৮ ম্যাচ শেষে ৭৬ পয়েন্ট তাদের নামের পাশে। সমানসংখ্যক ম্যাচে বায়ার্ন মিউনিখের পয়েন্ট ৬০। লেভারকুসেন ও বায়ার্ন মিউনিখ, দুদলের সামনে এখনও ম্যাচ বাকি ৬টি করে। ৬ ম্যাচের মধ্যে পরেরটিতে জাবি আলোনসোর শিষ্যরা জিতলে পয়েন্ট হবে ৭৯। তখন বায়ার্ন পরের সব কটি ম্যাচে জয় পেলে হবে ৭৮ পয়েন্ট। অর্থাৎ লেভারকুসেনকে ধরা হবে না থমাস টুখেলের শিষ্যদের।
মন্তব্য করুন