ভিডিও

চমক রেখেই ঘোষণা করা হলো ফ্রান্সের ইউরো দল 

প্রকাশিত: মে ১৮, ২০২৪, ০২:২৯ দুপুর
আপডেট: মে ১৮, ২০২৪, ১১:২৮ রাত
আমাদেরকে ফলো করুন

স্পোর্টস ডেস্ক : আগামী ১৫ জুন জার্মানিতে বসবে ইউরো চ্যাম্পিয়নশিপ। ফ্রান্স ওই আসরের জন্য ২৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে।

সর্বশেষ দুই বিশ্বকাপ আসরের ফাইনালিস্টদের দলে আছে বড় দুই চমক। তাদের একজন এনগোলে কান্তে। বর্তমানে সৌদি ক্লাবে খেলছেন এই মিডফিল্ডার। লম্বা সময় ইনজুরিতে ছিলেন। যে কারণে কাতার বিশ্বকাপসহ প্রায় দু’বছর ফ্রান্সের হয়ে কোন ম্যাচ খেলতে পারেননি তিনি। পূর্ণ ফিটনেসে ফিরেছেন জানিয়ে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম তাকে দলে নিয়েছেন। 

দলটির অন্য চমক রিয়াল মাদ্রিদে খেলা লেফট ব্যাক ফারল্যান্ড মেন্ডি। তিনিও ফ্রান্সের হয়ে দুই বছর কোন ম্যাচ খেলার সুযোগ পাননি। দলের বাকিরা অনুমিত সদস্য। কিলিয়ান এমবাপ্পে দলটির অধিনায়ক। অ্যান্তোনিও গ্রিজম্যান, উসমান ডেম্বেলে, কোলো মুয়ানি, মার্কাস থুরামরা আছেন ইউরোর দলে। রিয়াল মাদ্রিদের দুই মিডফিল্ডার অঁরেলিন চুয়ামেনি ও এডওয়ার্ড কামাভিঙ্গা ইউরো দলে ডাক পেয়েছেন। আছেন পিএসজির তরুণ মিডফিল্ডার জাইরি এমেরি। রক্ষণে বার্সায় খেলা জুলেন কুন্দে, মিলানে খেলা থিও হার্নান্দেজ, বায়ার্নে খেলা দায়ত উপামেকানোরা জায়গা পেয়েছেন। তবে গোলবারে মাইগনান ছাড়া ভরসা দেওয়ার মতো কেউ নেই। 

ফ্রান্সের ইউরো দল: গোলরক্ষক: আলফনসো আরিওলা (ওয়েস্ট হ্যাম), মাইক মাইগনান (এসি মিলান), লোইস সাম্বা (আরসি লেন্স)। 

ডিফেন্ডার: জুলেন কুন্দে (বার্সেলোনা), জোনাথন ক্লস (মার্সেই), বেঞ্জামিন পাভার্ড (ইন্টার মিলান), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), দায়ত উপামেকানো (বায়ার্ন মিউনিখ), উইলিয়াম সালিবা (আর্সেনাল), থিও হার্নান্দেজ (এসি মিলান), ফারল্যান্ড মেন্ডি (রিয়াল মাদ্রিদ)। 

মিডফিল্ডার: এডওয়ার্ড কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), ইউসুফ ফোফানা (মোনাকো), এনগোলো কান্তে (আল ইত্তিহাদ), আদ্রিয়ান র‌্যাবিয়ট (জুভেন্টাস), জাইরি এমেরি (পিএসজি), অরেলিন চুঁয়ামেনি (রিয়াল মাদ্রিদ), অ্যান্তোনিও গ্রিজম্যান (অ্যাথলেটিকো মাদ্রিদ)। 

ফরোয়ার্ড: উসমান ডেম্বেলে (পিএসজি),  অলিভার জিরু (এসি মিলান), কোলো মুয়ানি (পিএসজি), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি), মার্কাস থুরাম (ইন্টার মিলান), কিংসলে কোম্যান (বায়ার্ন মিউনিখ), ব্রাডলি বারকোলা (পিএসজি)।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS