ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে শোরুম চালু করলো ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো

গতকাল 30 অক্টোবর 2024 তারিখে ঠাকুরগাঁওয়ের পঞ্চগড় রোডে অবস্থিত রাহাবার মার্কেটে নতুন শোরুম চালু করেছে স্বনামধন্য বৈশ্বিক ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ। এ অঞ্চলের মানুষরা এখন থেকে খুব সহজেই এই শোরুম থেকে তাদের পছন্দের ইলেকট্রিক মোটরসাইকেল কিনতে পারবেন। ফলে, উত্তরাঞ্চলের মানুষদের জন্য টেকসই, স্মার্ট ও আধুনিক প্রযুক্তির পরিবহন (ইলেকট্রিক মোটরসাইকেল) আরও সহজলভ্য হবে; পাশাপাশি ত্বরান্বিত হবে সবার জন্য স্মার্ট মবিলিটি (যোগাযোগ) নিশ্চিতকরণের উদ্যোগ।
 
ঠাকুরগাঁও শোরুমে রিভো'র ইলেকট্রিক মোটরসাইকেলের সম্পূর্ণ লাইনআপ পাওয়া যাবে। এর মধ্যে এ০১, সি০০ এবং সি০৩ মডেলগুলো অন্যতম। রিভো এ০১ নিত্যদিনের যাতায়াতের জন্য পারফেক্ট সমাধান। নির্ভরযোগ্য এবং নিরাপদ যাতায়াতের জন্য খুব ভালো একটি অপশন এই বৈদ্যুতিক মোটরসাইকেল। অন্যদিকে, উন্নত ফিচার সম্বলিত সি০০ মোটরসাইকেলে ৫৫ কিমি/ঘন্টা গতি পাওয়া সম্ভব। এমনকি ইকো মোডে ১০০ কিমি পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এছাড়া, রিভো সি০০ মোটরসাইকেলে রয়েছে ১২০০ ওয়াটের শক্তিশালী মোটর, ৭২ভি ২৬ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, ট্র্যাকশন কন্ট্রোল, এয়ারব্যাগ সাসপেনশন এবং ডবল ডিস্ক ব্রেক; ফলে ব্যবহারকারী পাবেন প্রিমিয়াম অভিজ্ঞতা। স্টাইল ও আরামের সমন্বয় নিশ্চিত করবে দুর্দান্ত পারফরম্যান্স। বাইক রাইডারদের দৈনিক যাতায়াত খরচ কমাতে কার্যকরী ভূমিকা রাখবে এই বৈদ্যুতিক মোটরসাইকেল। এই মোটরসাইকেল গুলো দিয়ে মাত্র ১০ থেকে ২০ টাকা খরচে ৭০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করা সম্ভব।
 
রিভো বাংলাদেশের হেড অব সেলস মাহমুদুল হক বলেন, "এই শোরুম চালু করার মধ্য দিয়ে আমরা সারা বাংলাদেশে টেকসই, স্মার্ট এবং ভবিষ্যত উপযোগী ইলেকট্রিক ভেহিকেল (পরিবহন) আরও সহজলভ্য করার পথে আরও এক ধাপ এগিয়ে গেলাম।
 
সবার জন্য স্মার্ট মবিলিটি নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।" উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিভো বাংলাদেশের হেড অব মার্কেটিং জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন; এবং ঠাকুরগাঁও শোরুম পরিচালনার দায়িত্তপ্রাপ্ত প্রতিষ্ঠান এসটি এন্টারপ্রাইজের কর্ণধার জনাব শাহ জামান। ঠাকুরগাঁও এবং আশেপাশের এলাকার মানুষদের রিভো বাংলাদেশের নতুন আউটলেটে স্বাগতম। ভবিষ্যতের স্মার্ট পরিবহন ও যাতায়াত ব্যবস্থা সম্পর্কে জানতে আজই ঘুরে আসুন রিভো'র শোরুম। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি