ভিডিও শনিবার, ৩০ আগস্ট ২০২৫

সিংহ ও হাতির ভয়ংকর লড়াই 

সিংহ ও হাতির ভয়ংকর লড়াই 

বিশাল এক পার্বত্য বন। বনের একদিকে পাহাড়, পর্বত আর অন্যদিকে ক্ষরস্রোতা নদী। সে বনে বাস করে, বাঘ, সিংহ, হরিণ, খরগোশ, শেয়াল,বানর , বনমোরগ সাপ ,আরো কতো রকম প্রাণী। নদীতে বাস করে বড় বড় ধারালো দাঁত ওয়ালা কুমির। পার্বত্য এলাকা দাবড়ে বেড়ায় বুনো হাতি। বংশ পরম্পরায় সে বনের রাজা হলো সিংহ। অহঙ্কারে তার মাটিতে পা পড়ে না। তার সেনাপতি হলো ভয়ংকর বাঘ আর প্রধানমন্ত্রী হলো দুষ্ট বুদ্ধিওয়ালা শেয়াল। তাদের অত্যাচারে বন কাঁপে। বিভিন্ন অসহায় প্রাণীদের মন কাঁদে। কিন্তু তাঁরা ভয়ে কিছু বলতে পারে না। কার এমন বুকের পাটা যে বনের রাজা সিংহের বিরুদ্ধে মুখ খোলে? তাই বনের প্রজারা নিরবে মুখ বুজে দিন গুজরান করছিল। একদিন পাহাড়ী হাতির বাচ্চা সেনাপতি বাঘের সামনে পড়ে গেলো এবং তার পাশ কাটিয়ে সে চলে যেতে চাইলো। কিন্তু বাঘ তাকে ডেকে হুংকার দিয়ে বলল, বেয়াদব, তুই আমাকে দেখে সালাম না দিয়ে চলে যাচ্ছিস যে বড়?  হাতির বাচ্চা জবাব দিলো, আমরা হাতির জাত, কাউকে সালাম দিয়ে চলি না। এ কথা শুনে বাঘ মশাই হাতির বাচ্চার কানে প্রচন্ড জোরে থাবা চালালো। বাঘের নখর লেগে হাতির বাচ্চার কান কেটে রক্ত ঝরতে লাগলো। সে কাঁদতে কাঁদতে দৌড়ে পার্বত্য বনাঞ্চলে তার বাবা প্রকান্ড এক বুনো হাতির সামনে হাজির হয়ে সবকথা খুলে বললো। শুনে হাতি গেলো রেগে। সে ঘোষণা করলো এই অত্যাচারী সিংহ ও বাঘের রাজত্ব সে আর মানবে না। বুনো হাতি নিজেকে রাজা ঘোষণা করে বানরকে প্রধানমন্ত্রী ও জলহস্তীকে সেনাপতি নিয়োগ করলো। এখন এক বনে তো আর দুই রাজা থাকতে পারে না । তাই ঠিক হলো পাহাড় ও বনের মাঝখানে যে খোলা মাঠটা আছে, সেখানে হবে সিংহ ও হাতির যুদ্ধ । এই যুদ্ধ পরিচালনায় মোরগকে রেফারি নিয়োগ করা হলো। রাজা হবার এই লড়াই দেখতে বনের তাবৎ পশু, পাখি, সরীসৃপ, মাছ সবাই এসে হাজির হলো। কেউ সিংহকে সমর্থন করলো, কেউবা হাতিকে। রেফারি মোরগ হাতের হুইসেলটি মুখে নিয়ে ফু দিয়ে কক-করক-কো করে ডেকে উঠতেই শুরু হয়ে গেল সিংহ ও হাতির লড়াই। প্রথমেই হাতিটি সিংহের দিকে তীব্র গতিতে তেড়ে গেলো। সিংহ বিদ্যুৎ গতিতে সড়ে গিয়ে হাতির পেছন দিক দিয়ে ঝাঁপিয়ে পড়ে কামড়ে ধরলো। হাতি তখন সিংহকে পেছনের পা দিয়ে লাথি মারতেই সে ছিটকে দূরে যেয়ে পড়লো। হাতি প্রচন্ড গর্জন করে সিংহের দিকে তেড়ে এলো । সিংহটা লাফ দিয়ে উঠে হাতির গলা কামড়ে ঝুলে পড়লো। হাতিটা তখন শরীরের সমস্ত ভার সিংহের উপর চাপিয়ে দিয়ে দুটো প্রকান্ড দাঁতের একটা সিংহের শরীরে বিঁধিয়ে দিলো। হাতির দাঁতের খোঁচা খেয়ে সিংহ গলা ছেড়ে দিয়ে হাতির দাঁত ধরে ঝুলে পড়ে তার চোখে খামচে দেবার চেষ্টা করলো। হাতি এই সুযোগের অপেক্ষায়ই ছিলো। সে সিংহকে  শুঁড় দিয়ে পেঁচিয়ে, ঘাড় ঘুরিয়ে , সর্বশক্তি দিয়ে ছুঁড়ে মারলো। সিংহটি উড়তে উড়তে, ঘুরতে ঘুরতে পাহাড়ের ঐ পাশে যেয়ে ধপাস করে আছাড় খেয়ে পড়ে মারা গেলো। মোরগ তখন হুইসেল বাজিয়ে হাতিকে নতুন রাজা হিসেবে ঘোষণা করলো। বনের পশু পাখিরা তৎক্ষণাৎ মহা আনন্দে হৈ হৈ করতে করতে নতুন রাজা হাতিকে নিয়ে বনে ফিরে গেলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, জাপা নিষিদ্ধের দাবি

নুরের ওপর হামলার ঘটনা তদন্ত করা হবে: প্রেস সচিব

আহত নুরুল হক নুর ঢাকা মেডিকেলে

লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শনিবার

জলকৈ-সরিয়া-প্রেমতলী সড়ক রাণীনগরে বেহাল সড়কে দুর্ভোগ গ্রামবাসীর

গণঅধিকারকর্মীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জ, নুর-রাশেদসহ আহত ৫০