ভিডিও বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

সাপ কেন বারবার জিহ্বা বের করে?

সাপ কেন বারবার জিহ্বা বের করে?

সবুজ আসর ডেস্ক : বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বেড়ে যায়। সাপের নাম শুনলেই যেন ভয়ে কেঁপে ওঠেন সকলেই? তবে সাপ নিয়ে মানুষের মনে এখনও নানা ধরনের বিশ্বাস ও ভ্রান্ত ধারণা রয়েছে। সাপকে বেশিরভাগ সময়েই জিহ্বা বের করতে দেখা যায়? অনেকেরই ধারণা, সাপের জিহ্বা স্পর্শ করলে মানুষের মধ্যে বিষ ছড়িয়ে পড়ে।

এই বিষয়ে সাপ বিশেষজ্ঞ মহাদেব প্যাটেল বলছেন, সাপের জিহ্বাতে বিষ নেই? সাপের বিষ তাদের গ্রন্থিতে থাকে এবং এই বিষ দাঁতের মাধ্যমেই শরীরে প্রবেশ করে। সাপের জিহ্বা বা চামড়া দিয়ে বিষ ছড়ানোর কোনও সম্ভাবনা নেই। সাপে কামড়ালে এই বিষ দাঁতের মাধ্যমে আক্রান্ত ব্যক্তির শরীরে প্রবেশ করে এবং রক্তপ্রবাহে মিশে তার প্রভাব দেখায়। মূলত তিন ধরনের সাপের বিষ রয়েছে? 

নিউরোটক্সিক: এই বিষ স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং শিকারের পেশীতে পক্ষাঘাত ঘটায়। 

হেমোটক্সিক: এই বিষ রক্তপাত বাড়ায় এবং রক্তের কোষ ধ্বংস করে। 

আরও পড়ুন

সাইটোটক্সিক: এই বিষ টিস্যু ধ্বংস করে এবং শিকারের কোষগুলিকে প্রভাবিত করে। মহাদেব প্যাটেলও বলেছেন, কাউকে সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে চিকিৎসার সাহায্য নেওয়া উচিত। বিষ দ্রুত ছড়িয়ে পড়ে? ঘরোয়া টোটকা না করে বিশেষজ্ঞের কাছে গিয়ে চিকিৎসা করা ভাল? মহাদেব প্যাটেল আরও বলেন, সমাজে সাপ নিয়ে অনেক ভুল ধারণা ও কুসংস্কার ছড়িয়ে আছে। এটা গুরুত্বপূর্ণ যে আমরা বৈজ্ঞানিক তথ্যের উপর ভিত্তি করে তথ্য পাই এবং এই ভুল ধারণাগুলি দূর করি। সাপের জিহ্বা স্পর্শ করার ফলে বিষ ছড়ায় এমন বিশ্বাস সম্পূর্ণ মিথ এবং এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।

লেখা ও ছবি: সংগৃহীত

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দরে দ্বিতীয়বারের হুমকিতেও তল্লাশি, কিছুই পাওয়া যায় নি   

‘যার অস্ত্রোপচার হয়েছে, তিনি কীভাবে নাচতে নাচতে বাড়িতে ঢুকলেন’

২০ ফেব্রুয়ারি জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানির দিন ধার্য

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা জয়শঙ্করের

ক্রিকেট ম্যাচের টিকিট নিয়ে উধাও ডেলিভারি ম্যান, বিব্রত স্বস্তিকা

ভারতে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের গুজব, নিহত ১২