ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সন্ত্রাসী সংগঠন’ ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার পর থেকে তারা অবস্থান নেওয়া শুরু করে। 

এসময় তারা ‘শিক্ষা ছাত্রলীগ একসাথে চলে না’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘ছাত্রলীগের ঠিকানা এ ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। 

আরও পড়ুন

এদিকে আজ রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ দাবি জানান তিনি।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাপ ও মুখোশ পড়ে আওয়ামী লীগের পক্ষে মিছিল করেছেন ১০-১২ জনের একটি দল। বিশ্ববিদ্যালয়টির মধুর ক্যান্টিনের সামনে থেকে তাদের স্লোগান দিতে দেখা যায়। মুখে মাস্ক পরে মিছিল করা ৪৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়। এ সময় তাদের ‘শেখ হাসিনা আসবে’, ‘মুজিব তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায়’ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। গত পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রথম মিছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি