ভিডিও শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫

জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা; স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা; স্বামীর মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক:   জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম, জামালপুরের ইসলামপুরে স্ত্রী তিথি বেগমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আহসান হাবিবকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে এ আদেশ দেন। একই সঙ্গে আসামি আহসান হাবিবকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

আসামি আহসান হাবিব উপজেলার রাজনগর গ্রামের মো. আজাহার আলীর সন্তান এবং নিহত তিথি বেগম দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী গ্রামের এনু শেখের ছেলে।

আরও পড়ুন

জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক সহকারী প্রসিকিউটর শাহ মো. এনায়েত হোসেন জানান, ২০১৯ সালে ইসলামপুর উপজেলার রাজনগর গ্রামের আহসান হাবিবের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় ফারাজী পাড়া গ্রামের তিথি বেগমের। এরপর থেকেই যৌতুকের জন্য তিথি বেগমকে মাঝে মধ্যেই শারীরিকভাবে নির্যাতন করতো আহসান হাবিব ও তার পরিবার। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ১২ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে তিথি বেগমকে যৌতুকের জন্য মারধরের এক পর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আহসান হাবিব। 


তিনি আরও জানান, এই ঘটনায় নিহত তিথি বেগমের মামা আব্বাস আলী ফারাজী বাদী হয়ে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় ১৬৪ ধারায় জবানবন্দিতে অপরাধ স্বীকার করে আহসান হাবিব। মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই আদেশ দেন বিচারক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরকে গ্রাহকদের সাথে নিয়ে স্বাগত জানালো সেইলর 

গ্রাহকদের সাথে নিয়ে নতুন বছরকে স্বাগত জানালো সেইলর

ধরা-ছোঁয়ার বাইরে রংপুর

খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান

খুলনায় বৈষম্যবিরোধীদের ওপর হামলায় নারীসহ আহত ৮, দু’জন আইসিইউতে

সরকারি দফতরে তদবির বন্ধে সচিবদের কাছে তথ্য উপদেষ্টার চিঠি